৫ দিন পর বাদুড়িয়া স্বাভাবিক ছন্দে ফিরলেও, থমথমে বসিরহাট
স্বাভাবিক ছন্দে বাদুরিয়া। প্রায় ৫ দিন পর আজ সকাল থেকে আর পাঁচটা দিনের মত বাদুরিয়া। শুরু হয়েছে যান চলাচল। বাসে ভিড়। অটো-টোটোও চলছে। দোকানপাট খুলেছে। সরগরম বাজার। আজ সাপ্তাহিক হাটের দিন। হাটও বসেছে। বিভিন্ন জায়গা থেকে পুলিস পিকেট তুলে নেওয়া হয়েছে। তবে এখনও ইন্টারনেট পরিষেবা চালু হয়নি। এলাকায় BSF এখনও টহল দিচ্ছে।
ওয়েব ডেস্ক : স্বাভাবিক ছন্দে বাদুরিয়া। প্রায় ৫ দিন পর আজ সকাল থেকে আর পাঁচটা দিনের মত বাদুরিয়া। শুরু হয়েছে যান চলাচল। বাসে ভিড়। অটো-টোটোও চলছে। দোকানপাট খুলেছে। সরগরম বাজার। আজ সাপ্তাহিক হাটের দিন। হাটও বসেছে। বিভিন্ন জায়গা থেকে পুলিস পিকেট তুলে নেওয়া হয়েছে। তবে এখনও ইন্টারনেট পরিষেবা চালু হয়নি। এলাকায় BSF এখনও টহল দিচ্ছে।
অন্যদিকে, এখনও থমথমে বসিরহাট। এখনও ১৪৪ ধারা জারি রেখেছে প্রশাসন। ইন্টারনেট পরিষেবাও বন্ধ। বিভিন্ন জায়গায় পুলিস পিকেট রয়েছে। রাতভর এলাকায় টহল দেয় BSF এবং পুলিস। রাতে দুপক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করে পুলিস।
আরও পড়ুন, বসিরহাটকাণ্ডে সরাসরি বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর