পারমাদনে পুরনো কর্মীদের সম্বর্ধনা তৃণমূলের, কটাক্ষ বিজেপি`র
দলনেত্রী আগেই নির্দেশ দিয়েছিলেন, পুরনো কর্মীদের যোগ্য সম্মান দিতে।
নিজস্ব প্রতিবেদন: ইদানীং কালে তৃণমূলে (Tmc)নতুন-পুরনো দ্বন্দ্ব বেশ বড় আকার নিচ্ছে বলেই শোনা যাচ্ছিল। সেই প্রেক্ষিতেই দলের পুরনো কর্মীদের সম্বর্ধনার পরিকল্পনা। উত্তর ২৪ পরগনা জেলার বাগদার পারমাদনে (bagda, parmadan) তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের সম্বর্ধনা দেওয়া হল।
বনগাঁর প্রাক্তন সাংসদ মমতা ঠাকুরের (mamata thakur) উপস্থিতিতে সোমবার এলাকার পুরনো তৃণমূলকর্মীদের সম্বর্ধিত করা হল। দলনেত্রী আগেই নির্দেশ দিয়েছিলেন, পুরনো কর্মীদের যোগ্য সম্মান দিতে। এদিন সেই নির্দেশের সূত্রেই বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন। এই বিষয়ে মমতা ঠাকুর জানান, যাঁদের জন্য তৃণমূল আজ এই জায়গায়, তাঁদের সম্বর্ধনা দেওয়ার জন্যই আজকের আয়োজন।
স্থানীয় বিজেপি'র (bjp) পক্ষ থেকে অবশ্য এই সম্বর্ধনার বিষয়ে কটাক্ষ করে বলা হয়েছে, ওই এলাকার সাধারণ মানুষ বিজেপির সঙ্গেই আছেন। তাঁরা ঠিক করে নিয়েছেন, কোথায় ভোট দেবেন।
Also Read: অনলাইনে স্নান দেখার আবেদন, গঙ্গাসাগর যাচ্ছেন না মুখ্যমন্ত্রী