First Breaking: বালির বিধায়ককে বহিষ্কার TMC-র, `খুশি হলাম`, বললেন Baishali
বেসুরো বৈশালীকে বহিষ্কৃত করল তৃণমূল।
নিজস্ব প্রতিবেদন: বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে (Baishali Dalmiya) বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত। এই খবর সম্প্রচারিত হওয়ার সময় Zee ২৪ ঘণ্টায় ক্রসফায়ার অনুষ্ঠানে ছিলেন বৈশালী (Baishali Dalmiya)।
Zee ২৪ ঘণ্টায় 'ক্রসফায়ার' অনুষ্ঠান চলাকালীন বৈশালীকে (Baishali Dalmiya) খবরটি জানান ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। ওই অনুষ্ঠানেই তিনি প্রতিক্রিয়া দেন, 'আমি খুব খুশি হলাম। কংগ্রেস থেকে আসা লোকেদের কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী চলছেন। তৃণমূলে যাঁরা আছেন, তাঁদের চেয়ে অন্য দল থেকে আসা লোকেদের বেশি গুরুত্ব দেন। ভাল হল, আমাকে বিড়ম্বনায় ফেলা হল না। বলেছিলাম, দলের মধ্যে উইপোকারা পুরনো কর্মীদের কাজ করতে দেয় না, তাদের সরিয়ে দেওয়া উচিত। স্বচ্ছ ভাবমূর্তি মানুষের এখানে জায়গা নেই। নেতাদের সঙ্গে আস্তে আস্তে স্বচ্ছ ভাবমূর্তির ভোটাররাও সরে যাবে। ভিতরের খবর তুলে ধরতে পারব। রাজীব বা অন্য কারও মতো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হল না। মানুষের জন্যে কাজ করব, মানুষের পাশে থাকব।'
দিন কয়েক আগের দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব উস্কে দিয়েছিলেন বৈশালী ডালমিয়া। Zee ২৪ ঘণ্টায় তিনি বলেছিলেন,'তৃণমূলস্তরের একাংশ দলটাকে উইপোকার মতো কুরে কুরে খাচ্ছে। পুরনো কর্মীদের কাজ করতে দেওয়া হচ্ছে না। নতুন কর্মীদের জায়গা দেওয়া হচ্ছে না। হাওড়ায় বিধায়ককে অপমান করা হয়। সাংসদকে মানে না। এই কয়েকজন মানুষ দলটাকে নষ্ট করে দিচ্ছে।' শুভেন্দু অধিকারীকে মীরজাফর বলা নিয়েও আপত্তি করেন বৈশালি। তাঁর অভিমত,'শুভেন্দু দা দলে সম্মান পেতেন। দল ছাড়তেই বেইমান, জোচ্চোর হয়ে গেল!' তারও আগে বহিরাগত ইস্যুতে তিনি বলেছিলেন, 'এরা হামেশাই বলে আমাদের প্রধানমন্ত্রী বহিরাগত। বাইরে থেকে কেউ আসলে বহিরাগত বলা হচ্ছে। ভারত একটা দেশ। প্রধানমন্ত্রী আমাদের পরিবারের প্রধান।'
আরও পড়ুন- LIVE: PM Modi-র বক্তব্য থেকে দেশপ্রেম ও জাতীয়তাবোধের শিক্ষা নিতে হবে: Suvendu