ওয়েব ডেস্ক: সম্পত্তি বিবাদের জেরেই খুন বলাগড়ে। একরকম নিশ্চিত পুলিস। বেহুলা অঞ্চলের বন্দ্যোপাধ্যায় পরিবারের শত্রু কারা? খুনির খোঁজ পেতে সেই তালিকাই তৈরি করছে পুলিস।রক্তে ভেসে যাচ্ছে ঘর। নির্মমভাবে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। কিন্তু কেন?চোরেরাই সিঁধ কেটে ঢোকে। অপরাধ বিজ্ঞানীদের কাছে পরিচিত থিয়োরি। কিন্তু, গৃহকর্তার কাছে দুই হামলাকারী নিজেদের পরিচয় দিয়েছে ডাকাত হিসেবে। ডাকাতিই যদি হবে, তাহলে কিছু খোয়া গেল না কেন?পুলিস এসে বাড়ির বাথরুম থেকে ২টি পোড়া বিড়ি ও দেশলাই পেয়েছে।বাড়ির কেউ ধূমপান করেন না, তাই ধরে নেওয়া যায় দুষ্কৃতীরাই বিড়ি খেয়েছে ।অর্থাত্‍ খুনের আগে বা পরে বেশ কিছুক্ষণ সময় ওই বাড়িতে কাটিয়েছে দুষ্কৃতীরা ।এতটা সময় পেয়েও তারা কিছু লুঠের চেষ্টা করল না কেন? এটাই ভাবাচ্ছে পুলিসকে।চোর  সাধারণত  বাড়ির লোকেদের আটকে রাখার কৌশল নিয়ে নিঃশব্দে লুঠপাট চালায়।ডাকাতরা সচরাচর বাড়ির লোককে বন্দি করে রেখে আলমারির চাবি ছিনিয়ে দামি জিনিস লুঠ করে ।এক্ষেত্রে ২ ঘাতক সরাসরি গিয়ে গৃহকর্তাকে আক্রমণ করেছে, খুনের উদ্দেশ্যে হামলা করেছে তাঁর ভাইকে।খুনের মোটিভ খুঁজতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিস। বেহুলা এলাকায় বেশ কয়েক একর জায়গা রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের ।বন্দ্যোপাধ্যায়দের বসত বাড়িতেই অন্তত ১৬টি ঘর রয়েছে ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সোমবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর


খুনিরা যেভাবে চলাফেরা করেছে, তাতে পুলিস নিশ্চিত তারা ভালভাবে বাড়িটি চিনত।অর্থাত্‍ রীতিমতো রেকি করেই এসেছিল দুই ঘাতক। কিন্তু কেন? কে তাদের টার্গেট?গৃহকর্তার ছেলে বিদ্যাবীত বন্দ্যোপাধ্যায় কর্মসূত্রে বাইরে থাকেন, প্রতি শনিবার তিনি বাড়ি ফেরেন, তবে এবার আসেননি । বিদ্যাবীত বন্দ্যোপাধ্যায়ই কি তাহলে হামলাকারীদের টার্গেট ছিলেন? এই শনিবার বাড়ি না ফেরায় বেঁচে গেলেন?টার্গেট যে হোক। মোটিভ কী? এক্ষেত্রে বিশেষ ভাবতে হচ্ছে না পুলিসকে। মোটিভ তাদের সামনেই রয়েছে। কয়েক একর জায়গায় জুড়ে বিশাল খামারবাড়ি। তারওপর অতিকায় অট্টালিকা। পরিবারের হাতে থাকা প্রচুর জমি। আর কী মোটিভ চাই? তবে কি জমি বিবাদেই খুন? তদন্তকারীরা বুঝে নিতে চাইছেন এই খুনে কার লাভ হবে? তৈরি করা হচ্ছে বন্দ্যোপাধ্যায় পরিবারের শত্রুর তালিকা।


আরও পড়ুন  কাটোয়ায় মহুয়া খুনে, স্বামী উজ্জ্বলভাস্করকে পুলিস হেফাজত ও শাশুড়িকে জেল হেফাজতের নির্দেশ