নিজস্ব প্রতিবেদন:  মেডিক্যাল কলেজের দাবি। ওড়িশার ভদ্রকে সংগ্রামী সেনা সংগঠনের ডাকা ১২ ঘণ্টা রেল অবরোধে ভোগান্তি। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন।  ভোগান্তিতে যাত্রীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওড়িশার ভদ্রকে মেডিক্যাল কলেজ তৈরির দাবি তুলেছে সংগ্রামী সেনা সংগঠন। এই নিয়ে আন্দোলন চলছিলই। সোমবার ১২ ঘণ্টা রেল অবরোধের ডাক দেন সংগঠনের সদস্যরা। এদিন সকাল থেকেই ভদ্রকে রেললাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এরফলে বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে পড়ে।


অবরোধের জেরে...


গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস আটকে পড়ে খড়্গপুরে


হাওড়া-পুরী প্যাসেঞ্জার আটকে পড়ে সোরো স্টেশনে


সোমবার ভোর ৬.১৫ মিনিট থেকে অবরোধ শুরু হয়। বেশ কিছুক্ষণ রেল লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু বিঘ্নিত পরিষেবা।


এছাড়াও জাতীয় সড়কে অবরোধ করেন আন্দোলনকারীরা।  ১২ ঘণ্টা বনধে বন্ধ রয়েছে ভদ্রকের স্কুল, কলেজ, দোকানপাট।  রাস্তায় যানচলাচলও অন্যদিনের তুলনায় কম। শেষ পাওয়া খবর অনুযায়ী, শান্তিপূর্ণভাবে বনধ করছেন আন্দোলনকারীরা। কোথাও কোনও অশান্তির খবর নেই।