নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকারের পক্ষ থেকে কৃতীদের সম্মান জ্ঞাপন করতে নজরুল মঞ্চে শুরু হল বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পুরস্কার প্রদান অনুষ্ঠান। ২০১৮ সালে বঙ্গবিভূষণ পুরস্কার পেলেন আশা ভোঁসলে, সমরেশ মজুমদার, প্রসেনজিত্, শ্যামলকুমার সেন, মহম্মদ হাবিব, গিরিজাশঙ্কর রায়, সুব্রত ভট্টাচার্য, সুরিত্‍‍কুমার ভৌমিক। বঙ্গভূষণ পাচ্ছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতি হোম চৌধুরী এবং পার্থ ঘোষ।


২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার কৃতীদের সম্মান জ্ঞাপন করতে বঙ্গরত্ন, বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণের মতো পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আসছে। সাধারণত, মে মাসের শেষের দিকেই এই অনুষ্ঠান হয়ে থাকে। অতীতে মহাশ্বেতা দেবী, অমলা শঙ্কর, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, সুপ্রিয়া দেবী, সুচিত্রা সেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, জয় গোস্বামী প্রমুখদের এই সম্মানে সম্মানিত করা হয়েছে। আরও পড়ুন- হৃদয় প্রতিস্থাপন করে বেনজির সাফল্য কলকাতার