নিজস্ব প্রতিবেদন : বসিরহাট জেলের মধ্যে অস্বাভাবিক মৃত্যু হল বিচারাধীন এক বাংলাদেশি বন্দি যুবকের। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম সুজন মন্ডল ওরফে সুমন। বয়স ২৫ বছর। বাড়ি বাংলাদেশের খুলনা জেলার বাগেরহাটের মংলা গ্রামে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিস বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। এদিকে বিজেপি মৃত যুবক তাদের দলের সমর্থক বলে দাবি করে উপযুক্ত তদন্তের জন্য সরব হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে আসে সুজন। এদেশে এসে মাটিয়া থানার পূর্ব নেহালপুর কমলাপুরে বাস করতে শুরু করে সে। এরপর ২০১৯ সালে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি আপলোড করে সুজন। সেই ঘটনায় পুলিস তাকে গ্রেফতার করে। পুলিস দুজনকে গ্রেফতার করেছিল। তাদের মধ্যে একজন ছিল সুজন। তদন্তে নেমে পুলিস জানতে পারে যে তার আসল বাড়ি বাংলাদেশ। ফলে একদিকে ষড়যন্ত্র করে গন্ডগোল বাধানোর দায়ে ও অন্যদিকে বাংলাদেশের বাসিন্দা হয়েও পাসপোর্ট ছাড়াই এদেশে ঢোকার অভিযোগে সুমনের বিরুদ্ধে ২টি মামলা রুজু হয়। 


আরও পড়ুন, Zee24Ghanta Impact: মনসা পুজো করে 'একঘরে', বাঁকুড়ায় প্রশাসনের তৎপরতায় স্বস্তিতে ২ পরিবার


সেই থেকে ধৃত ওই বাংলাদেশি যুবক বসিরহাটের সংশোধনাগারেই ছিল। পুলিস জানিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ বুকে ব্যথা হচ্ছে বলে হঠাৎ-ই অসুস্থ হয়ে পড়ে সুমন। জেল কর্তৃপক্ষ তাকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় বিজেপি উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে। জেলের ভিতর কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। উল্লেখ্য, মৃত ওই যুবককে বিজেপির পতাকা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতার পাশে ঘুরতে দেখা যেত।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)