জঙ্গলমহলের খাবার খেয়ে নিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, যুক্তি দিলীপের
বলেন, `আমরা বলছি, এনআরসি প্রথমে বাংলায় লাগু হবে। তার পর গোটা দেশে লাগু হবে। কোটি কোটি অনুপ্রবেশকারী আমাদের ওপর বোঝা হয়ে আছে। তারা আমাদের খাবার খেয়ে নিচ্ছে বলে জঙ্গলমহলের লোক খেতে পাচ্ছে না। চাকরি নেই, ব্যবসা নেই, তাই এদেরকে গলা ধাক্কা দিতে হবে।`
নিজস্ব প্রতিবেদন: জঙ্গলমহলে শবর জনজাতির মানুষের মৃত্যু প্রসঙ্গে সরকারকে আক্রমণ করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শনিবার হাওড়ার শরত্ সদনে বিজেপির সংযুক্ত মোর্চা রাজ্য কার্যকারিনীর এক সভায় দিলীপবাবু শবরমৃত্যু প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা খাবারে ভাগ বসাচ্ছে বলেই জঙ্গলমহলে খাবার জুটছে না। এদিন দিলীপ ঘোষ আবার বলেন, ক্ষমতায় এলে সবার আগে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গলা ধাক্কা দিয়ে বার করবে বিজেপি।
এদিন প্রথম থেকেই ফ্রন্টফুটে ছিলেন দিলীপবাবু। তিনি বলেন, আমরা উন্নয়ন করেছি বলে ওরা একটা গল্প বলতেন। বলতেন জঙ্গলমহল হাসছে। আপনারা দেখেছেন জঙ্গলমহল কেমন হাসছে। এক মাসের মধ্যে ৮ জন আদিবাসী মানুষ মারা গিয়েছেন। জঙ্গলমহলে শবররা না-খেতে পেয়ে মারা যাচ্ছেন। গত মাসে অনাহারে ২ জনের মৃত্যু হয়েছিল, তাদের সন্তানদের হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু খবর প্রকাশিত হতে দেওয়া হয়নি। সম্প্রতি আরও ৬-৭ জনের মৃত্যু হয়েছে। চাকরি নেই, খাবার নেই বলে নবান্নের সামনে গিয়ে গায়ে আগুন দিয়ে মানুষ আত্মঘাতী হচ্ছে। আর তিনি কলকাতার রাস্তাঘাটে নীল সাদা আলোর বন্যা দিয়ে দিয়েছেন। চিনা আলো লাগিয়ে লন্ডন বানিয়েছেন। আর বলছেন NRC চলবে না। রোহিঙ্গাদের, মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়ানো চলবে না।' '
দিদিমণি'-কে পাগলা হাতির সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ
এর পরই NRC প্রসঙ্গে তৃণমূলকে কড়া ভাষায় আত্রমণ করেন দিলীপবাবু। বলেন, 'আমরা বলছি, এনআরসি প্রথমে বাংলায় লাগু হবে। তার পর গোটা দেশে লাগু হবে। কোটি কোটি অনুপ্রবেশকারী আমাদের ওপর বোঝা হয়ে আছে। তারা আমাদের খাবার খেয়ে নিচ্ছে বলে জঙ্গলমহলের লোক খেতে পাচ্ছে না। চাকরি নেই, ব্যবসা নেই, তাই এদেরকে গলা ধাক্কা দিতে হবে।'
একই সঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, 'বাংলাদেশ থেকে আগত সেদেশের সংখ্যালঘু হিন্দু উদ্বাস্তুকে নাগরিকত্ব দিয়ে বিল আনছে মোদী সরকার।' এপ্রসঙ্গে তৃণমূল-সিপিএম-কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিলীপ বলেন, 'রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। সত্যিই বাঙালির জন্য দরদ থাকলে সেই বিল সমর্থন করুন বিরোধী দলগুলি।'