মনোজ মণ্ডল: নকল বাবা জোগাড় করে, ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরি করেও শেষরক্ষা হল না। উত্তর ২৪ পরগনার বাগদা থেকে গ্রেফতার বাংলাদেশের নাগরিক মাহবুব হোসেন রাসেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাতেই সালোকসংশ্লেষ, আধুনিক পদ্ধতিতে ফুল চাষে নজরকাড়া সাফল্য পাঁশকুড়ায়


বাংলাদেশের যশোরে বাড়ি মাহবুব হোসেন রাসেলের। বছর দুয়েক আগে সে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে জালা আধার ও জাল ভোটার কার্ড তৈরি করে ফেলে। এর জন্য বাবা সাজায় এক জনকে। বাংলাদেশের রাসেল এদেশে হয়ে যায় রাহুল। সেই নকল বাবা ও রাসেলকে গ্রেফতার করেছে পুলিস।


পুলিস সূত্রে খবর দু'বছর আগে ভারতে এসে বাগদা থানার দুর্গাপুরের বাসিন্দা মাসুদ মন্ডলকে বাবা সাজিয়ে রাহুল নামে ভারতীয় পরিচয় পত্র তৈরি করেছিল রাসেল। খবর পেয়ে বাগদা থানার পুলিস মাসুদ ও রাসেল ওরফে রাহুলকে গ্রেফতার করেছে । মাসুদের স্ত্রী মোবায়রা মণ্ডল বলেন, আমরা ৩০ বছর হল দুর্গাপুরে এসেছি। দু'বছর আগে রাসেল বাংলাদেশ থেকে আমাদের বাড়িতে আসে। আমার স্বামীকে বাবা বলে ডাকত। স্বামীর বাবা পরিচয় ও মাস তিনেক আগে পরিচয় পত্র তৈরি করে। গতকাল রাতে পুলিস ওদের নিয়ে গিয়েছে।


গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিস রবিবার বাংলাদেশের বাসিন্দা রাহুল মন্ডল ও বাগদা থানার দুর্গাপুরের বাসিন্দা মাসুদ মন্ডল কে গ্রেপ্তার করে। ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)