নিজস্ব প্রতিবেদন: ব্যাঙ্ক থেকে নকল সোনা ফেরত পাওয়ার অভিযোগে তুলকালাম কালিয়াগঞ্জের মদনপুরে। অভিযোগ, সোনার হার বন্ধক দিয়ে ঋণ নেওয়ার পর সেই ঋণ পরিশোধ দিলে ব্যাঙ্ক ফেরত দেয় একটি নকল সোনার চূড়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-BJP-র হয়ে প্রচারের শর্তে BCCI সভাপতি সৌরভ? কোনও শর্ত নয়, বিজেপিতে যোগ দিতে চাইলে সৌরভকে স্বাগত: অমিত...


কালিয়াগঞ্জের মদনপুরের বাঘন এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সোনার হার বন্ধক রেখে ৭৫০০০ টাকা ঋণ নিয়েছিলেন জ্যোত্স্না বর্মন নামে এক গৃহবধূ। সেই ঋণ পরিশোধ করার সময় তাঁকে একটি সোনার চূড় ফেরত দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই চূড়টি আবার সিটি গোল্ডের বলে অভিযোগ করেছেন জ্যোত্স্না।


এদিকে, ওই নকল সোনা ফেরত দেওয়া নিয়ে ব্যাঙ্কে গিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। তোলপাড় শুরু হয় এলাকায়। তাদের অভিযোগ, কখনও অন্য গহনা তো কখনও নকল গহনা ফেরত দেওয়া হয় ওই ব্যাঙ্ক থেকে। বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আগে কালিয়াগঞ্জ থানার পুলিস। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।



আরও পড়ুন-বাঙালির নোবেল জয়! অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিত্ বন্দ্যোপাধ্যায়


এদিকে, হীরেন্দ্রনাথ দে নামে এক ব্যক্তির অভিযোগ এলাকার এক সোনার দোকানদারকে কোয়ালিটি চেকিংয়ের এজেন্ট হিসেবে নিয়োগ করে। ওই ব্যবসায়ী এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে এখন দোকান বন্ধ করে গা ঢাকা দিয়েছে।