নিজস্ব প্রতিবেদন : মেরামতির জন্য এবার বন্ধ রাখা হবে হাওড়ার বঙ্কিম সেতুও।  হাওড়া ময়দান এলাকার সঙ্গে হাওড়া স্টেশনের সংযোগ রক্ষা করে থাকে এই সেতুটি। মেরামতির জন্য দুই লেনের এই সেতুর একটি লেন ৩ দিন বন্ধ রাখা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে, ২৩ আগস্ট ভোর থেকে ২৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে বঙ্কিম সেতুর হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশনে যাওয়ার লেনটি। মেরামতির জন্য ওই ৩ দিন যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বঙ্কিম সেতুতে। হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশনে যাওয়ার লেনটি বন্ধ থাকায়, অন্য লেনটি দিয়ে ওই গাড়িগুলি যাবে। ওই লেন ব্যবহার করে হাওড়া ময়দান থেকে গাড়িগুলি হাওড়া স্টেশনে উঠবে।


সেক্ষেত্রে হাওড়া স্টেশনের দিক থেকে যে গাড়িগুলি ময়দান এলাকায় আসবে, তাদেরকে ঘুরিয়ে দেওয়া হবে। বঙ্কিম সেতু না ধরে ঘুরপথে সেই গাড়িগুলিকে গন্তব্যে যেতে হবে। হাওড়ার তিন দিকে যেতে ৩টি বিকল্প রুট ধরতে হবে। কী কী?


১) দক্ষিণ হাওড়ার দিকে যেতে গেলে হাওড়া স্টেশনের পাশ দিয়ে ফোরশোর রোড ধরে যেতে হবে।


২) উত্তর হাওড়ায় যেতে গেলে হাওড়া বাসস্ট্যান্ডের পাশ দিয়ে ডবসন রোড ধরে যেতে হবে।


৩) মধ্য হাওড়ার দিকে যেতে হলে হাওড়া বাসস্ট্যান্ডের পাশ দিয়ে আই সি বোস রোড হয়ে বাঙালবাবু ব্রিজ ধরে ফাঁসিতলা মোড় দিয়ে ঢুকতে হবে।


আরও পড়ুন, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে জুড়ে বিশাল বিশাল গর্তের মরণফাঁদ, তীব্র যানজটে জেরবার নিত্যযাত্রীরা


আজ হাওড়া সিটি পুলিসের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেএমডিএ-র আধিকারিকরা। পাশাপাশি, ব্রিজ পরিদর্শনও করেন পুলিস আধিকারিকরা। একটি লেন বন্ধ করে মেরামতির কাজ হওয়ায় যাতে যানজটের কোনও সমস্যা না হয়, তারজন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বাস দেন পুলিস কর্তারা।