নিজস্ব প্রতিবেদন: এক সপ্তাহ ধরে পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে বিপাকে বাঁকুড়ার ৭ অভিযাত্রী। অবশেষে ফোন এল। বাড়ির লোককে জানালেন, 'ভালো আছি'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকলেই বাড়ি বাঁকুড়ার ওন্দা ব্লকের আগড়দা পুরুষোত্তমপুর গ্রাম। এবার পুজোর ট্রেকিং করতে বেরিয়েছিলেন ৭ জন। গন্তব্য, উত্তরাখণ্ড। পরিবারের লোকেরা জানিয়েছেন, নবমী দিনে ট্রেনে তাঁরা পৌঁছন দেরাদুনে। দেরাদুন থেকে সাঁকরি যাওয়ার পথে শেষবার বাড়িতে ফোন করেছিলেন তাঁরা। তখন জানিয়েছিলেন, সাঁকরি হয়ে হর-কি-দুনে যাবেন। সেখান থেকে রুইনসারা তাল পর্যন্ত ট্রেকিং করার পরিকল্পনা ছিল।


আরও পড়ুন: Covid 19: সপ্তাহে একদিন লকডাউন, ফের মাইক্রো কনটেইনমেন্ট জোন হাওড়ায়


এদিকে ততদিনে উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গিয়েছে। ১৭ অক্টোবরের পর ওই সাত অভিযাত্রীদের সঙ্গে আর ফোনে যোগাযোগ করতে পারেননি পরিবারের লোকেরা। স্বাভাবিক কারণে বাড়ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। শুক্রবার ছেলেদের কুশল সংবাদ এল সাত পরিবারের কাছেই। মোবাইলে চার্জ না থাকায় অবশ্য বেশিক্ষণ কথা বলতে পারেননি কেউ। তবে, জানিয়েছেন, 'ভালো আছি'।  ফিরবেন কবে? শনিবার সাঁকরি থেকে দেরাদুনে এসে বাঁকুড়াগামী ট্রেন ধরবেন ওই সাত অভিযাত্রী।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)