নিজস্ব প্রতিবেদন : উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। কোচবিহারেও যাবেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের আগেই বেসুরো বংশীবদন। গ্রেটার কোচবিহার নেতা বংশীবদন বর্মনের গলায় অন্য সুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্রেটার কোচবিহার নেতা বংশীবদন বর্মন রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান সহ একাধিক সরকারি পদে আছেন। এদিন বংশীবদন বর্মন বলেন, নিজেদের প্রতীকেই একুশের নির্বাচনে দাঁড়াতে চান। ফলে যদি নির্বাচনে দাঁড়াতে হয়, তাহলে দিনহাটা কেন্দ্রেই ভোট দাঁড়াবেন। তাঁদের নিজস্ব প্রতীকেই দাঁড়াবেন। স্পষ্ট কথা গ্রেটার কোচবিহার নেটার। যদিও রাজবংশীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন, একথাও বলেন তিনি।


তবে আগামীর নির্বাচনে নিজেদের প্রতীকে ভোটে দাঁড়ালে তৃণমূলের অসুবিধা হওয়ার প্রসঙ্গে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি তিনি। স্বাভাবিকভাবেই বংশীবদনের এমন বক্তব্যে যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে শাসকদল তৃণমূল। যদিও তৃণমূল নেতৃত্ব এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।


আরও পড়ুন, লক্ষ্য উত্তরবঙ্গ জয়, সমস্যা মিটিয়ে একসাথে চলতে দলীয় নেতৃত্বকে কড়া নির্দেশ তৃণমূল নেত্রীর


'সবটা মিথ্যে, ১ শতাংশ কাজ,' তৃণমূলের রিপোর্ট কার্ডের পাল্টা বিজেপির ফেল কার্ড!