নিজস্ব প্রতিবেদন:  আসানসোলের বারাবনিতে বিজেপির 'আর নয় অন্যায়'কর্মসূচিতে তে বোমা,গুলি। বোমা, গুলির আঘাতে দুজন আহত হয়েছেন। ভর্তি হাসপাতালে। সকাল থেকেই গণ্ডগোলের আভাস ছিল বলে অভিযোগ বিজেপি-র । গতকাn রাত থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল। সকালেই বিজেপি-র পতাকা খুলে নেওয়া হয়েছে বলে  বিজেপির তরফে অভিযোগ জানানো হয়েছে। বিজেপি সরাসরি অভিযোগ করে তৃণমূলের স্থানীয় নেতা অসিত সিংয়ের বিপক্ষে। স্থানীয় বিজেপি নেতা লক্ষ্মণ গাড়ুই জানিয়েছেন, 'মিছিল শুরু হতেই শুরু হয় বোমা-গুলি বৃষ্টি। নির্বাচনের আগেই তৃণমূলের সন্ত্রাস শুরু হয়েছে'। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জিতেন্দ্রনাথ তেওয়ারি জানান, 'বিজেপি দলে এখন প্রচুর গুণ্ডা ও সমাজবিরোধীর প্রবেশ হয়েছে। তাঁরাই যদি ইচ্ছে করে গণ্ডগোল করেন, তার দায় তৃণমূলের নয়।' যদিও তিনি সম্পূর্ণভাবে ঘটনার তদন্তের দাবি তুলেছেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুপক্ষের চাপানউতোরে রণক্ষেত্র আসানসোলের বারাবনি। ঘটনাস্থল থেকে পুলিস বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে। যে মোটরবাইকে আগুন লাগানো হয় বলে অভিযোগ, সেই আগুন নিভিয়েছে পুলিস। এলাকা শান্ত করার চেষ্টায় পুলিস। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। সোজা মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুললেন তিনি। বলেন, 'পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর আঘাত নতুন কিছু নয়। মুখ্য়মন্ত্রী ও ভাইপো-র নেতৃত্বে, এই ঘটনা রোজই ঘটছে'। অন্যদিকে গোটা ঘটনাকে 'বিজেপি-র পরিকল্পিত চিত্রনাট্য' বললেন তৃণমীল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আরও বলেন, 'বারাবনির গণ্ডগোল বিজেপি-র অভ্যন্তরীণ। নব্য ও আদি বিজেপি-র দ্বন্দ্বের ফলেই আজকের এই ঘটনা'।