নিজস্ব প্রতিবেদন : ভরদুপুরে ব্যারাকপুরে (Barrackpore) বিরিয়ানির দোকানে (Biriyani Shop) গুলি (Firing)! ব্যস্ততম ব্যারাকপুর-বারাসত রোডের উপর 'ডি বাপি বিরিয়ানি' দোকানে প্রকাশ্যে শুটআউটে (Shootout) গুলিবিদ্ধ ২। গুলিতে জখম হন একজন ক্রেতা ও দোকানের এক কর্মী। সেই গুলি চলার ঘটনায়ও আরও একজনকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম সত্যজিত্ নট্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যদিও ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে শুটআউটের  ঘটনায় আসল অপরাধীরা এখনও অধরা। শুটারদের খোঁজে ব্যারাকপুর, টিটাগড়,বারাসাত, মধ্যমগ্রাম সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিস। কী কারণে সেদিন ভরদুপুরে 'ডি বাপি বিরিয়ানি' দোকানে হামলা করা হল? গুলি চালানো হল? টার্গেট কে ছিল? সম্পূর্ণটাই কি ব্যক্তিগত আক্রোশ? নাকি তোলাবাজির টাকা না দেওয়ায় বদলা? গুলিকান্ডের তদন্তে নেমে সবদিক খতিয়ে দেখছে মোহনপুর থানার পুলিস। তবে অপরাধীরা এখনও ধরা না পড়ায়, ওইদিনের ঘটনার পর থেকেই  আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ব্যবসায়ী ও তাঁর পরিবার।


প্রত্যক্ষদর্শীরা সেদিন জানান, হেলমেট পরা ৩ যুবক ব্যারাকপুরের দিক থেকে বাইকে করে এসে দোকানের সামনে দাঁড়ায়। তারপরই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সম্ভবত ৫ রাউন্ড গুলি চালায়। গুলি লাগে ২ জনের। একজনের বুকে গুলি লাগে। আরেকজনের হাতে লাগে গুলি। গুলি চালিয়ে তারপর বারাসতের দিকে চম্পট দেয় শুটাররা। 


আরও পড়ুন, Digha Tourist Suicide: পরিবারকে নিয়ে দিঘায় ঘুরতে এসে ভয়ঙ্কর কাণ্ড ঘটাল যুবক, নেপথ্যে কি প্রেম?


Birbhum Murder: স্ত্রীকে খুন করতে এসে শাশুরিকে কোপালো জামাই


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)