`হাতের মুঠোয় কাউন্সিলর`, ওয়ার্ডের মানুষের সুবিধার্থে অ্যাপ ব্যারাকপুরের পৌরপ্রতিনিধির
জনসাধারণের সুবিধার্থে টেকনলজিকে কাজে লাগালেন পৌর প্রতিনিধি।
নিজস্ব প্রতিবেদন: টেনকলজির সঙ্গে পাল্লা দিয়ে চলতে চাইছে সমস্ত রাজনৈতিক দলগুলিই। তৃণমূল কংগ্রেসও সেদিকে পা বাড়িয়েছে বেশকিছুদিন হল। সাধারণ মানুষের সুবিধার্থে এবার অ্যাপের সুবিধা আনতে চলেছে তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুরের পৌরপ্রতিনিধি।
ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি তথা ব্যারাকপুর - দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি জয়দীপ দাসের উদ্যোগে গোটা উত্তর ২৪ পরগণা জেলা ও ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে এই প্রথম কোনও ওয়ার্ডে অ্যাপ ব্যবস্থা চালু হল।
জনসাধারণের সুবিধার্থে টেকনলজিকে কাজে লাগালেন পৌর প্রতিনিধি। মোবাইল অ্যাপ " হাতের মুঠোয় কাউন্সিলর " যা আসতে চলেছে সেই ওয়ার্ডের মানুষের সুবিধে অসুবিধের কথা ভেবে। এই অ্যাপের মাধ্যমে ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মানুষেরা তাদের কাউন্সিলর জয়দীপ দাসের কাছে তাদের সমস্যার কথা জানাতে পারবে ঘরে বসেই ।
তা ছাড়াও এই অ্যাপের মাধ্যমে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা চালিত সকল উন্নয়ন মূলক প্রকল্পের বিবরণ পাবেন ও ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক রাজ চক্রবর্তীর বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন।
আরও পড়ুন, Nadia: প্রেমিকের জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরে অসুস্থ, কয়েক ঘণ্টায় রহস্যমৃত্যু নাবালিকার