কার্তিক ঠাকুর রেখে যাওয়ায় বচসা, বাড়িমালিককে গাছে বেঁধে পিটিয়ে খুন করল পড়শি যুবকরা
এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে বাসন্তী থানার ৯ নম্বর কুমড়োখালি গ্রামে
নিজস্ব প্রতিবেদন: বাড়িতে কার্তিক ঠাকুর দেওয়ায় প্রতিবাদ করায় পড়শিদের রোষে বাড়ির মালিক। পিটিয়ে খুন করা হল ওই ব্যক্তিকে।
আরও পড়ুন-শিবসেনা-এনসিপি জোট নিয়ে কথাই হয়নি, সোনিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাফ জানালেন পাওয়ার
ঠাকুর ফেলার প্রতিবাদ করার প্রতিবেশী কয়েকজন যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ফণি সাঁপুই নামে(৪৮)ওই ব্যক্তি। এতেই রণমূর্তি ধারন করে প্রতিবেশী মত্ত যুবকরা। এমনটাই অভিযোগ ফণির পরিবারের তরফে। সবাই মিলে চড়াও হয় ফণির ওপরে। রবিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে বাসন্তী থানার ৯ নম্বর কুমড়োখালি গ্রামে।
আরও পড়ুন-রাজ্যজুড়ে নামবে তাপমাত্রা, শীতের আমেজ বাড়বে এ সপ্তাহেই
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বচসার মধ্যেই গাছে বাঁধা হয় ফণিকে। তারপর তাকে বেধড়ক পিটিয়ে মুখে বিষ ঢেলে দেওয়া হয়। গ্রামের কিছু লোকের চেষ্টায় ফণিকে উদ্ধার করে নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। ভর্তি করা হয় আইসিইউতে। সেখানে মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর।
মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। সূত্রের খবর, পরিবারের অভিযোগ হামলাকারীদের মধ্যে একজন সিভিক ভল্যান্টিয়ার রয়েছে।