অর্নবাংশু নিয়োগী: টোটো-র যন্ত্রণায় জেরবার বসিরহাট পৌরসভা। এই নিয়ে পরিবহন দফতরের রিপোর্ট তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শহর ও শহতলীতে অটোরিক্সা ও টোটো-র দৌরাত্মক নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অটোর ক্ষেত্রে পরিবহন দফতরের স্বীকৃতি থাকেলও, টোটোর সেসব বালাই নেই বললেই চলে।


২৭ আসন বিশিষ্ট বসিরহাট পৌরসভা এলাকায় যানজটে প্রাণ ওষ্ঠাগত  সেখানকার মানুষের। একদিকে ৫ হাজারের বেশি টোটো এবং তার সঙ্গে যুক্ত  গরিব মানুষের রুটি রোজগারের প্রশ্ন। অন্য দিকে নিত্য নৈমিত্তিক যানজট। এসব কথা মাথায় রেখেই বসিরহাট পৌরসভায় একটি বিকল্প পথের সন্ধান পেতে ১৪ এপ্রিল ২০২৩ সালে বোর্ড অফ কাউন্সিলরদের নিয়ে বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়।


আরও পড়ুন: LIVE: অপেক্ষায় কামদুনি, দশ বছর পর কামদুনি মামলার রায় ঘোষণা আজই...


বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠকে বেশ কিছু গুরুতবপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন বসিরহাট পৌরসভা থেকে ৯০ শতাংশ এবং পৌরসভার পার্শ্ববর্তী এলাকা খোলাপোতা, সংগ্রামপুর, পিফা, শাকচুরা এলাকা থেকে ১০ শতাংশ টোটো নেওয়া হবে। পাশাপাশি নিজের পৌর এলাকায় টোটো চিহ্নিত করার কোথাও বলা হয়। জানানো হয় এলাকার কাউন্সিলররা নিজের এলাকার টোটো মালিকদের একটি টোটোর বয়স ভিত্তিক তালিকা তৈরি করার পাশাপাশি গাড়ির রেজিস্ট্রেশন বাবদ ৩০০ টাকা ও নতুন গাড়ি নামতে হলে পুরনো গাড়ির নম্বর প্লেট দেখানোর ব্যবস্থা নেবে।


এছাড়াও RTO-র সঙ্গে পৌরসভার সমন্নয় রেখে কাজ করার কোথাও বলা হয়। সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যে একদিনে ৫ হাজার টোটো চালানো যাবে না। প্রতিদিন এক হাজার টোটো ঘুরিয়ে ফিরিয়ে চলবে।


আরও পড়ুন: Bengal Weather: পুজোর আগে কমবে বৃষ্টি! আর কতদিন চলবে দুর্যোগ?


বসিরহাট পৌরসভার বোর্ড অফ কাউন্সিলরদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনজন টোটো মালিক। এদিন মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী জানান পৌরসভা যে সিদ্ধান্ত নিয়েছে তা তাঁদের এক্তিয়ার বহির্ভূত। রাজ্যের পরিবহন দফতর ও RTO এই সকল সিদ্ধান্ত নিতে পারে।


পৌরসভার পক্ষের আইনজীবী জানান কে ওই টোটোগুলি ব্যাটারি চালিত এবং এগুলোর কোনও রেজিস্ট্রেশন RTO থেকে করা হয়নি। শুধু তাই নয় এই সমস্ত টোটোগুলি RTO থেকে রুটম্যাপ নেয়নি। তাই বোর্ড অফ কাউন্সিলর সিদ্ধান্ত নেয় প্রতিদিন এক হাজার করে টোটো চলবে এবং সেগুলো মালিকরা চালাবেন।


অনুমোদনহীন টোটোগুলিকে নিজেদের আওতাধীন করার জন্য ২০১৫ সালে রাজ্যের পরিবহন দফতর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি অনুযায়ী টোটোগুলিকে নিজেদের আওতাধীন করা হয়েছে কিনা জানতে চান বিচারপতি অমৃতা সিনহা।


আগামী ১৯ অক্টোবর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর সিদ্ধান্ত কার্যকর করা যাবে না এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)