বিমল বসু: নিখোঁজ বিধায়কের সন্ধান চাই বলে বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলামের নামে পড়ল। এই পোস্টারকে ঘিরে হাসনাবাদের মুরারিশা চৌমাথা অঞ্চলে চাঞ্চল্য ছড়ায়। এই পোস্টারে উপরে বিধায়কের ছবি দিয়ে বড় করে লেখা সন্ধান চাই। তার নিচে লেখা এই ব্যাক্তির নাম রফিকুল ইসলাম পেশায় উত্তরের বিধায়ক। আগে বিধান সভায় যেতেন লাল পোশাকে পরবর্তিতে সবুজ পোশাকে। ভোটের পর থেকে এলাকায় তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না যদি কেউ এনার সন্ধান পেয়ে থাকেন এই ফোন নম্বরে ফোন করবেন। পোস্টার একদম নিচে লেখা সেজন্য তৃণমূল কংগ্রেসের সম্মান রক্ষা কমিটি। এই বিষয়ে বিধায়কের সঙ্গে ফোন যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে হাসনাবাদ তৃণমূলের ব্লক সভাপতি-এসস্কেন্দার গাজী বলেন- 'এটা বিরোধীদের চক্রান্ত , রফিকুল ইসলাম যেহেতু আগে সিপিএম দলের ছিল তাই সিপিএমের পক্ষ থেকে এই পোস্টার মেরেছে বলেই আমরা মনে করছি , এই পোস্টার এর সঙ্গে তৃণমূল দলের কোনও যোগ নেই।' পাশাপাশি তিনি এটাও স্বীকার করেন যে বিধায়ক রফিকুল ইসলামকে এলাকায় দেখা যায় না , তিনি খুব কম থাকেন , সেই বিষয়ে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের একটা ক্ষোভ আছে । তিনি এও বলেন যে গত ৩০ শে অক্টোবর তৃণমূলের একটি বিজয়া সম্মেলনে অনুষ্ঠান হয়েছিল বিধায়কের বাড়ির পাশেই কিন্তু বিধায়ক সেখানেও উপস্থিত ছিলেন না, যেটা মানুষ দেখেছে।


আরও পড়ুন:Kali Puja 2024: মা কালীকে মাথায় নিয়ে দৌড়! 'আজব' নিয়ম এই প্রতিযোগিতা...


এই বিষয়ে সিপিএমের প্রাক্তন জেলা কমিটির সদস্য সুবিদ আলী গাজী বলেন এটা তৃণমূলের অন্তদ্বন্দ্ব। সামনে বসিরহাট লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচন, রফিকুল ইসলাম যাতে বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী না হতে পারে তার জন্য এই ক্ষোভ তৃণমূলের ভেতরেই। সিপিএম পার্টি এরকম রাজনীতি করেনা। সরাসরি মোকাবেলা করার ক্ষমতা রাখে।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)