কিরণ মান্না: সমবায় নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে উত্তেজনা। বোমা ছোঁড়ার অভিযোগে উত্তপ্ত নন্দীগ্রামের কাঞ্চননগর এলাকা। ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার প্রচুর পুলিস এবং কম্ব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। সকাল থেকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে ভোট পর্ব শুরু হলেও একটু বেলার দিকে বিজেপির জেলা নেতৃত্ব, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ,এই ব্যাংকের বিজেপি সমর্থিত প্রার্থী মেঘনাথ পাল ও তার অনুগামীদের সাথে তৃণমূল কর্মীদের বচসা ধস্তাধস্তি শুরু হয়ে যায়। দফায় দফায় চলতে থাকে গন্ডগোল। আজ নন্দীগ্রামের কাঞ্চন নগর হাই স্কুলে তমলুক এগ্রিকালচার সোসাইটির নির্বাচন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Malda: আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতার পরিবারের ১২ জন, প্রতিবাদ করতেই সিপিএম কর্মীকে....


সকাল আটটা থেকেই শুরু হয় ভোটগ্রহণ। নন্দীগ্রাম এক নম্বর ব্লকে ৭টি আসন, তৃণমূল কংগ্রেস বিজেপি এবং নির্দল মিলিয়ে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  ভোট শুরু কয়েক ঘণ্টার মধ্যেই তাল কাটে। শুরু হয় উত্তেজনা।  উত্তেজনার মাঝেই ভোটকেন্দ্র থেকে ২০০ মিটারের মধ্যে বোমা ছোঁড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা স্থলে উপস্থিত হয়েছেন পুলিসের শীর্ষ কর্তারা। ইতিমধ্যেই ভোট পর্যবেক্ষণে উপস্থিত হয়েছেন তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। পরিস্থিতি অগ্নিগর্ভ নন্দীগ্রামের কাঞ্চননগর এলাকায়।


আরও পড়ুন: Bengal Weather: বিকেল থেকেই পারদ পতন বঙ্গে! সঙ্গে ৯ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা...


তমলুক কো-অপারেটিভ এন্ড এগ্রিকালচার ব্যাংক-এর নির্বাচন ঘিরে নন্দীগ্রামের কাঞ্চন নগর দিদারুদ্দিন বিদ্যা ভবন স্কুল এর ভোট কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি বচসা। বিজেপি নেতা তথা নন্দীগ্রামের এই সমবায় ব্যাংকের প্রার্থী মেঘনাথ পাল কে তৃণমূল কর্মীরা ঘিরে উত্তেজনা মারমুখী হওয়ার কারণে পাল্টা নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় প্রতিবাদে বিজেপি বিক্ষোভ দেখায়। অপরদিকে এই কো-অপারেটিভ ব্যাংকের কোলাঘাটের দেউলিয়া হাইস্কুলে ভোট চলছে, কেন্দ্রস্থলে বিজেপির অভিযোগ যে ভোট দান করতে আসার সময় তৃণমূল দুষ্কৃতীরা রাস্তা আটকায় এবং বিজেপির স্লিপ ছিনিয়ে তৃণমূলের স্লিপ হাতে দিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপির ভোটারদের ভয় দেখানো অন্যান্য ভোটারদের প্রভাবিত করবার অভিযোগ। বিজেপি কর্মী সমর্থকদের সাথে বচসা ও ধ্বস্তাধস্তি হয়। ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিস। ইতিমধ্যে উত্তপ্ত হয়ে রয়েছে ভোট দান কেন্দ্র।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)