নিজস্ব প্রতিবেদন: দিন কয়েক আগে রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিদ্রোহ করেছিলেন। হুগলিতে এবার তৃণমূলের অস্বস্তি বাড়ালেন বেচারাম মান্না। বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে স্পিকারের হাতে পদত্যাগপত্র তুলে দেন তৃণমূল বিধায়ক। তবে বুঝিয়ে তাঁকে নিরস্ত করে তৃণমূল।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্লক সভাপতি বদল নিয়ে বিড়ম্বনার সূত্রপাত। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ঘনিষ্ঠ মহাদেব দাসকে সরিয়ে আনা হয় গোবিন্দ ধাড়াকে। গোবিন্দবাবু আবার বেচারাম মান্নার ঘনিষ্ঠ। ফুঁসে ওঠেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বলেন, ''এই রকম চললে আমাকে দল ছাড়ার কথা ভাবতে হবে। যেমন খুশি কমিটি বদল করে কাজের লোকেদের বাদ দেওয়া হচ্ছে।''           
              
রবীন্দ্রনাথবাবুকে শান্ত করতে মহাদেবকে ফিরিয়ে আনার ভাবনাচিন্তা চলছিল। আর তা জানতে গোঁসা হয় বেচারামের। হরিপালের টিকিট এবার তিনি পাবেন না বলেও খবর পান দলীয় সূত্রে। অভিমানে বিধায়ক পদ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন বেচারাম। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ইস্তফা দেন। তবে তা গ্রহণ করা হয়নি। বেচারামকে ডেকে বোঝানো হয়। এনিয়ে স্পিকার, বেচারাম বা তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 


আরও পড়ুন- মমতা না থাকলে মিউনিসিপ্যালিটিতে আলু বিক্রি করতিস রে: কল্যাণ