নিজস্ব প্রতিবেদন : মুর্শিদাবাদের রেজিনগরের বাসিন্দা সফিকুল নিপা ভাইরাস আক্রান্ত নয়। এমনটাই জানানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালের তরফে। এরফলে একদিকে স্বস্তি মিললেও, সফিকুলের সংক্রমণ নিয়ে দেখা দিয়েছে নতুন প্রশ্ন। কী কারণে জ্বর সফিকুলের? আসলে সফিকুলের কীসের সংক্রমণ হয়েছে? এখনও পর্যন্ত তা স্পষ্ট করে জানা যায়নি। ফলে, সফিকুলের সংক্রমণ নিয়ে ধোঁয়াশা রয়ে গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সফিকুল। টানা ২০ দিন ধরে জ্বরের পর নিপা উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন সফিকুল। সংক্রমণ ছড়িয়ে পড়ার অন্য সব রোগীদের থেকে আলাদা করে একটি পৃথক কেবিনে রেখে তাঁর চিকিত্সা শুরু হয়। নিপা আতঙ্কে হাসপাতাল জুড়ে জারি হয় সতর্কতা।


আরও পড়ুন, টানা ২০ দিন ধরে জ্বর! সফিকুলের দেহে সত্যিই কি নিপা ভাইরাস?


এদিন সফিকুলের পরিবার জানিয়েছে, হাসপাতালের তরফে তাঁদের আশ্বস্ত করা হয়েছে যে সফিকুলের দেহে নিপার সংক্রমণ ঘটেনি। যদিও, চূড়ান্ত রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করছেন চিকিত্সকরা। তবে, সফিকুলের সামনে যাওয়ার সময় মুখে মাস্ক পরে থাকার নির্দেশ দিয়েছেন নার্সরা।