শহরজুড়ে একাধিক Flyover; রাজ্যে ৪৬ হাজার কিমি নতুন সড়ক, ঘোষণা Mamata-র
একুশের নির্বাচনের কথা মাথায় রেখে শিক্ষা, সামাজিক প্রকল্প-সহ একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বেশকিছু ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব প্রতিবেদন: একুশের নির্বাচনের কথা মাথায় রেখে শিক্ষা, সামাজিক প্রকল্প-সহ একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বেশকিছু ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য বাজেটে জোর দেওয়া হয়েছে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নেও। রাজ্যে কয়েক হাজার কিলোমিটার রাস্তা তৈরির পাশাপাশি কলকাতায় তৈরি হবে একাধিক উড়ালপুল।
আরও পড়ুন-নিশানায় Rajib Banerjee, বন সহায়ক পদে নিয়োগে 'দুর্নীতি'-র তদন্তে ছাড়পত্র মন্ত্রিসভার
** শহর কলকাতাকে যানজট থেকে মুক্তি দিতে রুবি থেকে কালিকাপুর পর্যন্ত একটি উড়ালপুর তৈরি কবে রাজ্য সরকার। থাকবে স্কাইওয়াকও।
** টালা থেকে ডানলপ পর্যন্ত ৫ কিলোমিটার ৬ লেনের একটি উড়ালপুল তৈরি করা হবে।
** এয়ারপোর্ট গেট থেকে যশোর রোড ও ভিআইপি রোড সংযুক্তিকরণের জন্য একটি উড়ালপুল তৈরি হবে।
** উল্টোডাঙা ও বাঙ্গুর অ্যাভিনিউয়ের মধ্যে ৩ কিলোমিটার সংযোগকারী করিডোর তৈরি করা হবে।
** সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ে মা উড়ালপুল থেকে গুরুসদয় দত্ত রোড পর্যন্ত একটি উড়ালপুল নির্মাণ করা হবে।
** খিদিরপুরে পুরনো লোহার সেতুর জায়গায় একট নতুন সেতু তৈরি করা হবে।
** ইএম বাইপাস থেকে নিউ টাউনকে জুড়ে দেওয়া হবে একটি উড়ালপুল দিয়ে।
** জীবনানন্দ সেতু থেকে টিপু সুলতান মসজিদের কাছ পর্যন্ত প্রিন্স আনোয়ার শা রোড বরাবর আরও একটি উড়ালপুল তৈরি হবে।
** উল্টোডাঙা থেকে পোস্তা বাজারকে জুড়ে দেওয়া হবে একটি উড়ালপুল দিয়ে।
** পাইকপাড়া থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত উড়ালপুল।
** গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত ফ্লাইওভার।
** পার্কসার্কাস কানেক্টরে একটি স্কাইওয়াক তৈরি হবে।
আরও পড়ুন-একুশের ভোটের আগে পুলিসে রদবদল, কলকাতায় অনুজের জায়গায় সৌমেন
এদিন বাজেটে(Bengal Budget 2021) কলকাতার একাধিক উড়ালপুরের পাশাপাশি রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর কথাও ঘোষণা করেন মমতা। পথশ্রী প্রকল্পের অধীনে রাজ্যের গ্রামীণ এলাকায় ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরির প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সংস্কার করা হবে রাজ্যের ১০ হাজার কিলোমিটার রাস্তা। সব রাজ্যসড়কে জুড়ে দেওয়া হবে গ্রামীণ রাস্তাগুলিকে। এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) দাবি, স্বাধীনতার পর থেকে রাজ্যে তৈরি হয়েছিল ২৯ হাজার কিলোমিটার । ২০১১ সালের পর থেকে বর্তমান সরকার ৮৯ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে। নন্দীগ্রামে হলদি নদীর উপরে একটি সেতু তৈরি করা হবে। কলকাতাকে বাসন্তীর সঙ্গে জুড়ে জুড়ে দেওয়া হবে ৪ লেনের রাস্তা দিয়ে। প্রগতি ময়দান থেকে বানতলা পর্যন্ত রাস্তা চওড়া করা হবে। বারুইপুর থেকে আমতলা রাস্তার উন্নয়ন হবে। কোচবিহারেরর বক্সিরহাটে রায়ডাক নদীর উপরে ৯ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। বালসন নদীর উপরে একটি সেতু নির্মাণ করা হবে।