রাজ্যপাল কেন OSD হিসেবে নিজের আত্মীয়দের নিয়োগ করেছেন তার জবাব দিন: সৌগত
সৌগতর আগে রাজ্যপালের বিরুদ্ধে আত্মীয়দের অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে নিয়োগ অভিযোগ তুলেছিলেন মহুয়া মৈত্র
নিজস্ব প্রতিবেদন: জিটিএকে দুর্নীতির আখড়া বলে মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর জন্য ক্যাগ-কে দিয়ে অর্ডিট করানোর কথা বলেছিলেন রাজ্যপাল। এনিয়ে আজ পাল্টা রাজ্যপালকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন সৌগত রায়ও।
আরও পড়ুন-করোনা আবহের মধ্যেই ক্রিকেটার Rohit Damodharan-র সঙ্গে গাঁটছড়া বাঁধলেন Aishwarya
এদিন মমতা বলেন, উনি নিজে দুর্নীতিগ্রস্ত। জৈন হাওয়ালাকাণ্ডে কার নাম ছিল? তারপর কীভাবে মুক্তি পেয়েছেন? জিটিএ নিয়ে বলার আগে উনি কাদের নিয়ে দার্জিলিং গেলেন, কত খরচ হল তার তদন্ত আগে হোক।
মমতার পাশাপাশি বরাহনগরে এক অনুষ্ঠানে রাজ্যপালকে নিশানা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও(Sougata Roy)। তিনি বলেন, রাজ্যপাল জিটিএ নিয়ে দুর্নীতির অভিযোগ করছেন। আমি রাজ্যপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছি। কারণ উনি ওঁর ৬ জন আত্মীয়কে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে নিয়োগ করেছেন তার জবাব এখনও উনি দেননি। সরকারের টাকায় কেন ওঁর আত্মীয়দের রাজভবনে রাধা হচ্ছে তার জবাব উনি দিন।
আরও পড়ুন-১৫ মাস আগেই থানায় বসে ভুয়ো IAS মুচলেকা দেবাঞ্জনের, নীরব পুলিস!
সৌগতর আগে রাজ্যপালের বিরুদ্ধে আত্মীয়দের অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে নিয়োগ অভিযোগ তুলেছিলেন মহুয়া মিত্র। তৃণমূল সাংসদের দাবি অনুযায়ী, রাজ্যপালের(Jagdeep Dhankhar) ওএসডি পদে রয়েছেন অভ্যুদয় সিং, কো-অর্ডিনেসন পদে রয়েছেন অখিল চৌধুরি। এরা দুজনই রাজ্যপালের আত্মীয়। বাকীরাও রাজ্যপালের পরিচিত।
এদিকে, মহুয়ার ওই অভিযোগের জবাবে রাজ্যপাল জানিয়েছিলেন, ওএসডিরা আমার আত্মীয় বলে যে অভিযোগ আনা হচ্ছে তা ভুল। ওইসব ওএসডি-র ৩ রাজ্যের বাসিন্দা। তারা কেউ ঘনিষ্ঠ আত্নীয় নয়। এদের মদ্যে ৪ জন আমার রাজ্য বা আমার জাতেরও নয়।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)