নিজস্ব প্রতিবেদন : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই বিরোধীরা আক্রান্ত বলে একযোগে অভিযোগ সবকটি বিরোধী রাজনৈতিক দলের। প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে, অবিলম্বে রাজ্যে শান্তিপূর্ণ ও অবাধ ভোট সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে কোথাও কোনও বিরোধী প্রার্থী মনোনয়ন জমা দিতে বাধা পেলে, অবিলম্বে সেই জেলার পুলিস সুপারকে বিষয়টি দেখতে নির্দেশ দিয়েছে আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট করতে কমিশনকে নির্দেশ হাইকোর্টের, তলব হলফনামা


এদিকে এদিনই দুপুরে আরামবাগে চূড়ান্ত হেনস্থার শিকার হলেন এক সিপিএম নেতা। সুদীপ্ত কুণ্ডু নামে ওই সিপিএম নেতা জোনাল পার্টি অফিসে গিয়েছিলেন। সেইসময়ই ঘটনাটি ঘটে। বেলা দেড়টা নাগাদ পার্টি অফিসে চড়াও হয় জনা কয়েক দুষ্কৃতী। সুদীপ্ত কুণ্ডকে টেনেহিঁচড়ে পার্টি অফিস থেকে টেন বের করে দুষ্কৃতীরা। তারপর পার্টি অফিসের সামনেই চলে বেধড়ক মারধর। দেখুন সেই ভিডিও-



অন্যদিকে, এদিনই বাঁকুড়ায় আক্রান্ত হন বিজেপির রাজ্য সম্পাদক রাজু চট্টোপাধ্যায় ও শ্যামাপদ মণ্ডল। তাঁদেরকে গাড়ি থেকে টেনে নামিয়ে মাটিতে ফেলে মারে দুষ্কৃতীরা। দুটি ঘটনাতেই অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। আরও পড়ুন, মনোনয়ন ঘিরে ধুন্ধুমার, বাঁকুড়ায় মাটিতে ফেলে মার বিজেপি রাজ্য সম্পাদককে