Bengal Weather Update: ফের দহনদিন! তাপমাত্রা বাড়বে একেবারে ৫ ডিগ্রি? অসহ্য তাপপ্রবাহও ফিরছে?
Bengal Weather Forecast: তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি না হলেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। কিছু জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সন্দীপ প্রামাণিক: এসে গেল আজ বিকেলের আবহাওয়ার পূর্বাভাস। জানিয়ে দিলেন আবহাওয়া বিভাগের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। তিনি যা বলেছেন, তা হল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি না হলেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
দক্ষিণবঙ্গের সমুদ্র-লাগোয়া যে জেলাগুলি আছে, সেখানে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ, সোমবার কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল, মঙ্গলবার সমুদ্রতীরবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া। ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়ার শুষ্ক থাকার সম্ভাবনা। সেই সঙ্গে ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা।
গতকালের তুলনায় আজ তাপমাত্রায় বৃদ্ধি হয়েছে। আজ আলিপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীকালে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা ৩ থেকে ৫ ডিগ্রি। কলকাতার সঙ্গে সঙ্গে আসানসোলেও তাপমাত্রা বেড়েছে। সেখানে আজ ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। ক্যানিংয়ে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রির কাছাকাছি। আগামী চারদিনে তাপমাত্রা বাড়বে, কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহের কোনও পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে না।
উত্তরবঙ্গে প্রতিদিনই বৃষ্টি। মোটামুটি সব জেলাতেই। একটি অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গে। এরই জেরে উত্তরবঙ্গে প্রত্যেকদিনই বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: Narendra Modi In Bihar: রাঁধলেন হালুয়া, বেললেন রুটি! ভোটপ্রচারের আগে গুরুদ্বারে ব্যস্ত মোদী...
সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, সকাল থেকে পরিস্কার আকাশ হলেও বিক্ষিপ্তভাবে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে। তবে, আজ থেকে রাজ্যে ঝড়বৃষ্টির তীব্রতা কমবে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ দক্ষিণের তুলনায় বেশি হবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই। আজ থেকে ধাপে-ধাপে বাড়বে তাপমাত্রা। তবে আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। আগামী তিনদিন স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে। তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা সকালেও বলা হয়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়লেও আগামী সাত দিনে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে।