অয়ন ঘোষাল: চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা কমবে গোটা রাজ্যে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ডিগ্রি কমবে বলে জানা গিয়েছে। পশ্চিমাঞ্চলের জেলা এবং উত্তরবঙ্গে দুই ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। তবে শীতের আমেজ থাকলেও রাজ্যবাসীলে আসল শীতের জন্য অপেক্ষা করতে হবে। সার্বিকভাবে আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিন এবং রাতের তাপমাত্রায় শনিবার পর্যন্ত তেমন কোনও পরিবর্তন নেই। শনিবার বিকেলের পর রাজ্য জুড়ে সামান্য পারদ পতনের সম্ভাবনা রয়েছে।  উত্তরবঙ্গে আগামী তিন দিন বৃষ্টি নেই বলেই জানা গিয়েছে। শনিবারের পর সামান্য হালকা বৃষ্টি হতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরী ঘূর্ণাবর্ত আজ দুপুরের মধ্যে দক্ষিণ পশ্চিম দিকে সরে এসে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু-পন্ডিচেরি উপকূলের দিকে। পরবর্তী ৪৮ ঘন্টায় তা শ্রীলঙ্কা উপকূলের কাছে এগিয়ে আরও শক্তি বাড়াতে চলেছে বলে এখনও পর্যন্ত ইঙ্গিত। তবে কি তৈরী হচ্ছে ঘুর্নিঝড় মানদৌস? এখনও তা বলতে রাজি নয় মৌসম ভবন। এখনও পর্যন্ত এই সিস্টেম যেটুকু শক্তি সঞ্চয় করেছে, তা ঘুর্নিঝড় তৈরির পক্ষে যথেষ্ট নয় বলেই মনে করা হচ্ছে।


আরও পড়ুন: Mamata Banerjee: পঞ্চায়েত ভোটে নজরে নদীয়া; মমতা-মুকুল বৈঠক, আজ কৃষ্ণনগরে জনসভা তৃণমূলনেত্রীর


আপাতত শীতের দেখা মিলবে না। শীত আসতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে। ভোরের দিকে শীতে আমেজ থাকবে। সকাল আটটার পর সেই আমেজ উধাও হবে।


শনিবার পর্যন্ত তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রির মধ্যেই থাকবে শহর কলকাতায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানা গিয়েছে। রবিবার নাগাদ দুই অথবা এক ডিগ্রি কমতে পারে তাপমাত্রার পারদ। উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়া এখনও পর্যন্ত সেভাবে প্রবেশ করছে না এই রাজ্যে। যেটা প্রবেশ করছে তা খুব শক্তিশালী নয়। তাই এই রাজ্যকে এখনও শীতের জন্য অপেক্ষা করতে হবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)