অয়ন ঘোষাল: পুজোয় বৃষ্টির আশঙ্কা পুরোপুরি নেই তা নয়। এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। দেশের পশ্চিম প্রান্তে বর্ষা বিদায়ের গতি অত্যন্ত শ্লথ। তাই এই রাজ্যের বিদায় নির্ঘণ্ট পুজোর আগেই না হওয়ার সম্ভাবনা জিইয়ে থাকল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাধারণত দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু পাকাপাকি ভাবে বিদায় নেওয়ার সময়সীমা ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে। তবে এবার গোটা দেশে দেরিতে আসা বর্ষা বিদায় নিচ্ছেও দেরিতে। অন্তত পশ্চিম ভারতে বর্ষা বিদায়ের নির্ঘণ্ট ও গতি দেখে এমনটাই জানাচ্ছে মৌসম ভবন।


আরও পড়ুন: Bardhaman: দীর্ঘ ভোগান্তির অবসান, 'পথশ্রী'তে তৈরি হল নতুন রাস্তা...


সেক্ষেত্রে বঙ্গেও সময়মত বর্ষা বিদায়ের আশা অত্যন্ত কম। অর্থাৎ ১৫ অক্টোবরের বিদায় বেলা পিছিয়ে যাচ্ছে। সেটা ঠিক কতদিন পিছিয়ে যাবে, তা এখনই বলা সম্ভব নয়। কিন্তু যদি মাত্র ৭ থেকে ৮ দিনেরও হেরফের হয়, তার মধ্যেই এসে পড়বে পুজো।


আরও পড়ুন: Bus Accident: নারায়ণগড়ে জাতীয় সড়কের ধারে উল্টে গেল তীর্থযাত্রী বোঝাই বাস, গুরুতর আহত ২০


নিম্নচাপের জের দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে আরও প্রায় ৫ দিন। এই রাজ্যের পশ্চিমের জেলা হয়ে ঝাড়খন্ডের দিকে অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে নিম্নচাপ।


রবিবার উপকূল ও পশ্চিমের জেলায় ভারী বৃষ্টি। অক্টোবরের ২ ও ৩ তারিখে প্রায় সব দক্ষিণের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।


৪ তারিখ উপকূলে ফের ভারী বৃষ্টি হবে। ৫ তারিখ ফের পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এর মাঝে আশার আলো হল আপাতত ভারী বা অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। মূলত হালকা ও মাঝারি বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)