নিজের মাকেও খুন করতে যায় সুশান্ত! ধৃত প্রেমিকের ভাইয়ের চাঞ্চল্যকর বয়ান
`রেগে গিয়ে মায়ের উপরও হাঁসুয়া তুলেছিল দাদা।`
নিজস্ব প্রতিবেদন: শুধু প্রেমিকাকে খুন করা-ই নয়, নিজের মাকেও খুন করতে গিয়েছিল ধৃত প্রেমিক সুশান্ত! বহরমপুর কলেজছাত্রী খুনের ঘটনায় সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।
বহরমপুরে কলেজছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত সুশান্ত চৌধুরীর ভাই শুভদীপ চৌধুরী জানিয়েছেন, "রেগে গিয়ে মায়ের উপরও হাঁসুয়া তুলেছিল দাদা।" সুশান্তর ভাইয়ের এমন বয়ানের পর স্বাভাবিকভাবেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি বলেন, "প্রেমে প্রত্যাখ্যানের পর থেকেই মানসিক যন্ত্রণায় ভুগছিল দাদা। বাড়িতে আসত না। বাড়িতে একমাস আগে এসেছিল।"
শুভদীপ জানিয়েছেন, তখনই দাদা সুশান্তর স্বভাবে পরিবর্তন লক্ষ্য করেছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে সুশান্ত-ই বড়। ভাই শুভদীপ চৌধুরী আরও বলেন, "আগে বেশ হাসি মশকরা করত। কিন্তু মাস দুয়েক ধরে দাদা কোনও কথা শুনত না।"
প্রসঙ্গত, মাস আটেক আগেও একবার সুশান্ত দলবল নিয়ে মদ্যপ অবস্থায় হামলা করেছিল সুতপার বাড়িতে। সেইসময় পাড়ার ছেলেদের তৎপরতায় সুশান্তকে সরানো হয়েছিল।
আরও পড়ুন, ঠান্ডা মাথায় ছক কষে খুনের আগে রেকি! সুতপার গতিবিধি সুশান্তকে জানিয়েছিল কোনও বান্ধবী?