নিজস্ব প্রতিবেদন: পাওয়ার গ্রিড আন্দোলন ঘিরে ফের উত্তপ্ত ভাঙড়। মঙ্গলবার সকালে পাওয়ার গ্রিড বিরোধীদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ হয় বলে অভিযোগ। ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার কলকাতায় একটি সমাবেশের ডাক দিয়েছিল পাওয়ার গ্রিড বিরোধী জমি জীবিকা ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটি। সেই সভার প্রচারে মঙ্গলবার সকালে মিদ্দেপাড়ায় জমায়েত করে কমিটির সদস্য-সমর্থকরা। অভিযোগ, সেই জমায়েতে হামলা চালায় তৃণমূল। শুরু হয় বোমাবাজি। ভাঙচুর হয় বেশ কয়েকটি বাড়িতেও। কমিটির অভিযোগ, ভাঙচুর হয়েছে তাদের অফিসও। প্রতিবাদে নতুন হাটে পথ অবরোধ করেন স্থানীয়রা। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


আরও পড়ুন - কঙ্কালীতলায় শাড়ি দিয়ে পুজো ভক্ত মমতার


ঘটনার পর কমিটির তরফে ঘোষণা করা হয়, কলকাতা নয়, বৃহস্পতিবারের সভা হবে ভাঙড়েই। ওদিকে রবিবার ভাঙড়ে পালটা সভার ডাক দিয়েছে তৃণমূল। সব মিলিয়ে প্রশাসনের শীর্ষস্তরে চেষ্টার পরেও অধরা ভাঙড়ের সমাধানসূত্র।