ভাঙড়ে জমি কমিটির সমাবেশে যোগ দিতে গিয়ে আটক প্রেসিডেন্সি-যাদবপুরের ছাত্রছাত্রীরা
গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই ভাঙড়ে উত্তেজনা ছডায়। বেলার দিকে বাগুইআটির চিনার পার্ক থেকে গ্রেফতার করা হয় আরও ৭০-৮০ জনকে। শাসকদলের অভিযোগ, ভাঙড়ে পরিস্থিতি উত্তপ্ত করতেই তাঁরা সেখানে যাচ্ছিলেন।
নিজস্ব প্রতিবেদন: ভাঙড়ে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বাগুইআটির চিনার পার্কের কাছে আটক করা হল ৭0—৮0 জনকে। তাঁদের মধ্যে যাদবপুর, প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরাও রয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: গ্রেফতার সিপিআইএমএল নেতা, সভার আগেই উত্তাপ বাড়ল ভাঙড়ে
সপ্তাহের শুরুতে অনন্তপুরে দুষ্কৃতী তাণ্ডবের পর কলকাতার বদলে ভাঙড়েই সমাবেশ করার সিদ্ধান্ত নেয় জমি আন্দোলনকারী কমিটি। এদিন তাদের সমাবেশ ঘিরে আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। চলছিল ব্যাপক ধরপাকড়। সিপিআইএমএল নেতা রাজু সিং-এর গ্রেফতারিতে সেই আগুনে ঘৃতাহুতি দিয়েছে। এদিন বেলঘড়িয়া থেকে গ্রেফতার হন রাজু সিং। ভাঙড়ের সমাবেশে যোগ দিতে গিয়ে ধরা পড়েছে অসমের পাওয়ার গ্রিড আন্দোলনের সঙ্গে যুক্ত ১১ জন।
আরও পড়ুন: লাগাতার মারধর, মাকে তালাবন্দি করল ছেলে
গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই ভাঙড়ে উত্তেজনা ছডায়। বেলার দিকে বাগুইআটির চিনার পার্ক থেকে গ্রেফতার করা হয় আরও ৭০-৮০ জনকে। শাসকদলের অভিযোগ, ভাঙড়ে পরিস্থিতি উত্তপ্ত করতেই তাঁরা সেখানে যাচ্ছিলেন। যদিও জমি আন্দোলনকারীদের দাবি, তাঁদের সভা ভণ্ড করতেই ছক কষেছে শাসকদল। সব মিলিয়ে এখন রীতিমত উত্তপ্ত ভাঙড়।