জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাহুল গান্ধীর নেতৃত্বে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ৩৫৭০ কিমি দীর্ঘ ভারত জোড়ো যাত্রা চলছে। তারই সমর্থনে বাংলার গঙ্গাসাগর থেকে পাহাড়ের কার্শিয়াং পর্যন্ত যাত্রার সূচনা করলেন অধীর চৌধুরী। ২৩ জানুয়ারী পর্যন্ত এই পদযাত্রা রাজ্যের ১০টি জেলাকে পরিক্রমা করবে। ইতিমধ্যেই বিজেপি বিরোধী সকলকেই যাত্রায় সামিল হতে আহ্বান জানিয়েছেন অধীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকাল ১০টায় সাগর থেকে বঙ্গে ভারত জোড়ো যাত্রার সূচনা করলেন অধীর চৌধুরী। তার আগে মিছিল করে কলসে গঙ্গাসাগরের জল নিতে শুরু হয় কংগ্রেস নেতা কর্মীদের ভিড়। সাগরের ধারে ঝান্ডা নিয়ে জোড়ো জোড়ো ভারত জোড়ো স্লোগান তোলেন কংগ্রেস কর্মীরা।


গঙ্গাসাগর থেকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সুচনার সময় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং আব্দুল মান্নান। এছাড়াও রয়েছেন প্রদীপ ভট্টাচার্য। এই রাজ্যে ভারত জোড়ো যাত্রার বাংলা নাম দেওয়া হয়েছে সাগর থেকে পাহাড়। সাগর ব্লকে দুদিন থাকবে এই যাত্রা।


রাহুল গান্ধী তার ভারত জোড়ো যাত্রায় আমন্ত্রণ জানিয়ে ছিলেন তৃণমূল সহ বিজেপি বিরোধী সব দলগুলিকে। বিরোধী ঐক্যের ক্ষেত্রে এই আমন্ত্রণ সদর্থক ছিল তাতে কোনও সন্দেহ নেই। বঙ্গে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার ক্ষেত্রে সেই একই ভূমিকা নিলনা অধীরের নেতৃত্বে থাকা কংগ্রেস। সকলকে যাত্রায় উদার আহ্বান জানালেও রাজনৈতিক দলগুলিকে কোনও চিঠি পাঠানো হবেনা বলে জানিয়েছেন অধীর।