নিজস্ব প্রতিবেদন: পদত্যাগী আইপিএস ভারতী ঘোষকে আরও চাপে ফেলল সিআইডি। দুর্নীতি মামলায় এবার তাঁকে তলব করতে বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এলেন গোয়েন্দারা। সোমবার সকালে ভারতীর বাড়ি গিয়ে তাঁকে নোটিস ধরায় সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ডিউটিতে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু পুলিশকর্মীর


গত শুক্রবার কলকাতা-সহ জেলায় জেলায় ভারতীর একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি চালায় সিআইডি। ভারতী ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বহু গুরুত্বপূর্ণ নথি। মেলে প্রচুর সোনা ও নগদ। 


সেই সব নথি খতিয়ে দেখেই ভারতীকে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পশ্চিম মেদিনীপুরের পুলিস সুপার থাকাকালে সোনার অবৈধ কারবারে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে ভারতী ঘোষের বিরুদ্ধে।