নিজস্ব প্রতিবেদন : এনআরসি আতঙ্কে ভাওয়াইয়া শিল্পীর আত্মহত্যার অভিযোগ উঠল জলপাইগুড়িতে। পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বেশকিছু না থাকায় NRC আতঙ্কে ভুগছিলেন সঙ্গীত শিল্পী। সেই অবসাদেই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জলপাইগুড়ির বাহাদুর অঞ্চলের বাসিন্দা বছর পঁয়ষট্টির মহম্মদ শাহাবুদ্দিন। মুর্শিয়া ,ভাওয়াইয়া গানের  শিল্পী হিসাবেই পরিচিত ছিলেন। উনসত্তর বছরের শাহাবুদ্দিন শিল্পী  হিসাবে সরকারি ভাতাও পেতেন। মাস খানেক ধরেই নিজের একটি  জমি সংক্রান্ত সমস্যা চলছিল। পরিবারের দাবি, জমির প্রয়োজনীয় কাগজপত্র,নথি না থাকায় NRC আতঙ্ক চেপে বসেছিল প্রবীণের মনে। সেই অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন তিনি। এমনই অভিযোগ পরিবারের।


জেলা পরিষদের সহ সভাধপতিরও দাবি, NRC আতঙ্কের জেরেই আত্মঘাতী হয়েছেন মহম্মদ শাহাবুদ্দিন। প্রাথমিক তদন্তের পর পুলিসেরও অনুমান জমি সংক্রান্ত সমস্যার মানসিক অবসাদ তৈরি হয়েছিল মহম্মদ শাহাবুদ্দিনের মনে।


আরও পড়ুন, 'পেঁয়াজের দাম বাড়ায় আমি বেজায় খুশি', বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ


আরও পড়ুন, অন্য যুবকের সঙ্গে তানিয়ার ঘনিষ্ঠতায় নাছোড়বান্দা প্রাক্তন প্রেমিক, বাগুইআটির ঘটনায় স্পষ্ট ত্রিকোণ প্রেম


প্রসঙ্গত, বিভিন্ন সভাতেই NRC আতঙ্ক কাটাতে রাজ্যবাসীকে আশ্বস্ত করছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরেও আতঙ্ক পিছু ছাড়ছে না। মহম্মদ শাহাবুদ্দিনের আত্মহত্যার ঘটনা তারই প্রমাণ। গত ৩ মাসে ৫ জন আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটেছে শুধু জলপাইগুড়িতেই।