প্রসেনজিৎ মালাকার: ব্যক্তিগত কারণে হাজিরা এড়িয়েছে নিজাম প্যালেসে। বাড়ি ও আশ্রমে সিবিআই তল্লাশির পর নয়া দল গঠন করলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী। বললেন, 'সিবিআই সিবিআইয়ের কাজ করছে, ইডি ইডির কাছ করছে। ওসবে ভয় পাই না'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একসময়ে বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন বিভাস। শনিবার নলহাটিতে তাঁর বাড়ি ও আশ্রমের তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। আজ, রবিবার কলকাতার নিজাম প্যালেসের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল শাসকদলের প্রাক্তন ব্লক সভাপতি। ব্যক্তিগত কারণ দেখিয়ে অবশ্য হাজিরা এড়িয়ে গিয়েছেন বিভাস। জানিয়েছেন, সোমবার নিজাম প্যালেসে যাবেন।


এদিকে সিবিআই হানার পরেই নয়া দল তৈরি কথা ঘোষণা করেন বিভাস। নাম, অল ইন্ডিয়া আর্য মহাসভা। এদিন নলহাটির কৃষ্ণপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে সেই দলেরই যাত্রা শুরু হল। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বললেন, 'অল ইন্ডিয়া আর্য মহাসভা সারা দেশে আর্য সংস্কৃতি প্রতিষ্ঠা করতে দায়বদ্ধ'। তাঁর আরও বক্তব্য, 'সিবিআই সিবিআইয়ের কাজ করছে, ইডি ইডির কাছ করছে। ওসবে ভয় পাই না। তাহলে তো অন্য দলে যোগ দিতাম নিজেকে বাঁচানোর জন্য। আলাদা দল গঠন করলে কি সিবিআই, ইডি কিছু করবে না'?


আরও পড়ুন: Kalna: খুন করে ফেলতে পারেন বিধায়ক, সোশাল মিডিয়ায় লাইভ করে তোলপাড় তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের


নিয়োগ দুর্নীতির মামলায় এখন ইডি-র হেফাজতে প্রাক্তন প্রাক্তন সভাপতি, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। সিবিআই সূত্রের খবর, মানিকের  ঘনিষ্ট ছিলেন বিভাস অধিকারী। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও সরাসরি যোগাযোগ ছিল তাঁর। নিয়োগ দুর্নীতির সময় কলেজ অ্যাসোসিয়েশনের দায়িত্ব পান বিভাস। অভিযোগ, কলেজে NOC-র নামে টাকা নেওয়া, কলেজে ছাত্র ভর্তিতেও কমিশন, প্রাথমিকে চাকরি বিক্রি-সহ বিভিন্ন বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)