Jalpaiguri: স্বাস্থ্যকেন্দ্রের ঘর থেকে ফোঁসফোঁস শব্দ, দরজা খুলতেই কর্মীদের `চক্ষু চড়ক গাছ`
এলাকাজুড়ে চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে বিষধর গোখরো। সাপের ভয়ে শিঁটিয়ে স্বাস্থ্যকর্মীরা। এলাকাজুড়ে চাঞ্চল্য।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জানা গিয়েছে, এদিন স্বাস্থ্য কেন্দ্রের এক অস্থায়ী স্বাস্থ্যকর্মী হাসপাতালের দরজা খুলতেই দেখতে পান ঘরের মধ্যে একটি বিষধর গোখরো সাপ। ভয় পেয়ে তিনি আশপাশের লোকজনদের ডাকেন। ক্ষণিকের মধ্যে ওই স্বাস্থ্যকেন্দ্র চত্বরে লোক জড়ো হয়ে যায়। স্বাস্থ্যকেন্দ্রের এক মহিলা স্বাস্থ্যকর্মী ভারতী ঘোষ জানান, এ রকম বিষধর গোখরো সাপ মাঝে মধ্যেই দেখা যায়। ভয় নিয়েই তাঁদের কাজ করতে হয়।
স্বাস্থ্য কেন্দ্রে অন্য এক অস্থায়ী স্বাস্থ্যকর্মী আভারানি মণ্ডল জানান, তিনি সকালবেলা হাসপাতালের দরজা খুলতেই বিষধর গোখরো সাপটাকে দেখতে পান। খুব ভয় পেয়ে যান।