হেলমেট ছাড়াই বাইক-সফর, পরিণতি মর্মান্তিক
কলকাতা পৌরসভার ১০৯ ওয়ার্ডের কাউন্সিলর অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাজ করতেন শ্যামল দাস ও দীপিকা।
নিজস্ব প্রতিবেদন: গাড়ির ধাক্কায় ধাক্কায় মৄত এক বাইকচালকের। গুরুতর আহত আরও এক মহিলা। ঘটনাটি ঘটেছে বারুইপুর হাইস্কুলের কাছে। মৄতের নাম শ্যামল দাস। তাদের কারোর মাথাতেই হেলমেট ছিলনা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: মমতার ডাকে ব্রিগেডে তারকা সমাবেশ, নেত্রীর পাশে থাকছেন ২২ হেভিওয়েট, দেখুন একনজরে...
কলকাতা পৌরসভার ১০৯ ওয়ার্ডের কাউন্সিলর অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাজ করতেন শ্যামল দাস ও দীপিকা। বৃহস্পতিবার রাতে জয়নগরে বান্ধবীর বাড়িতে দেখা করে বাঘাযতীন ফিরছিলেন তাঁরা। তাঁদের বাড়ি বাঘাযতীন এলাকাতেই। ফেরার পথে বারুইপুর হাইস্কুলের কাছে উল্টোদিক থেকে আসা একটি বেপরোয়া লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের।
আরও পড়ুন: ভোর ৪টে থেকে পুলিস, বহুতলের ছাদে কমান্ডো, ১৯’র ব্রিগেডে নজিরবিহীন নিরাপত্তা
শ্যামল ও দীপিকার মাথায় হেলমেট ছিল না। মাথায় গুরুতর চোট লাগে শ্যামলের। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে ঘটনাস্থলেই মৄত্যু হয় শ্যামলের । আশঙ্কাজনক অবস্থায় দীপিকাকে প্রথমে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিত্সকরা জানিয়েছে, তিনি এখনও বিপন্মুক্ত নন।