ওয়েব ডেস্ক : গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবসে, প্রতিষ্ঠাতাই পাহাড় ছাড়া। বিমল গুরুংকে বাদ দিয়েই আজ দলীয় পতাকা তুলে এই দিনটি পালন করছেন বিনয় তামাং। এবং তাও দার্জিলিং মোটর স্টেশনে, যেখানে ২০০৭ সালে দলীয় পতাকা তুলে মোর্চার পথ চলার সূচনা করেন গুরুং। পাহাড়ে জন্ম নেয় নতুন এক মুখ, নতুন দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে মোর্চা সভাপতি এখন বেপাত্তা। তাঁর নামে ঝুলছে গ্রেফতারি পরোয়ানা। গোপন ডেরা থেকে কয়েকদিন আগেই গুরুং বার্তা দেন, সদস্য-সমর্থকরাই এবার পাহাড়জুড়ে মোর্চার প্রতিষ্ঠা দিবস পালন করবেন। কেন্দ্রীয়ভাবে কোনও অনুষ্ঠান হবে না।


কিন্তু বিক্ষুদ্ধ গোষ্ঠীর নেতা বিনয় তামাং তা কার্যত অগ্রাহ্য করেই মোটর স্টেশনে পতাকা তুললেন। এগারো বছরের পথ চলায়, এবার গরহাজির গুরুং। কালিম্পংয়ে আজ বিমল গুরুংয়ের পার্টি অফিস দখল করে নেয় বিনয় তামাং গোষ্ঠীর লোকজন। গুরুংয়ের ছবি সহ যাবতীয় জিনিসপত্র সরিয়ে দেওয়া হয়েছে।


আরও পড়ুন, কথা না শোনায় সরকারি অফিসারকে রাস্তায় ফেলে পেটাল তৃণমূল নেতা