নিজস্ব প্রতিবেদন: বিজেপিকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে বীরভূমে ব্রাহ্মণ ও পুরহিতদের সম্মেলন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সিউড়িতে এক জনসভায় একথা ঘোষণা করলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর দাবি, ওই সমাবেশেই বিজেপির হিন্দুত্বের রাজনীতির জবাব দেবে তৃণমূল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি বীরভূম সফরে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি নেতা মুকুল রায়। বলেন, 'আমি ভবিষ্যতে এমন খবর ফাঁস করব যাতে ওকে (অনুব্রত)-কে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। অথবা ওকে সরে যেতে হবে।' ওই সভা থেকে পঞ্চায়েত নির্বাচনে বীরভূম দখলের ডাক দেন তিনি। 


আরও পড়ুন - আসাদউদ্দিন ওয়েইসির বাড়ির সামনে গেরুয়া পতাকা ওড়াল হিন্দু সংগঠন


এর জবাবে এদিন অনুব্রত বলেন, 'পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ৪২ আসনের মধ্যে সব ক'টিতেই জয় পাবে তৃণমূল' সঙ্গে তিনি জানান, ৭ জানুয়ারি জেলায় ব্রাহ্মণ ও পুরোহিত সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে হাজির থাকবেন অন্তত ১৫ হাজার ব্রাহ্মণ। সেখানেই বিজেপিকে হিন্দুত্বের জবাব দেবেন তিনি।'


 



ভারসাম্যের রাজনীতি করতে ১৭ জানুয়ারি রামপুরহাটে তৃণমূলের সংখ্যালঘু সেলের সমাবেশ ডেকেছে তৃণমূল। মুকুল রায়ের নাম না করে অনুব্রত এদিন বলেন, হিন্দু ও ইসলাম কোনও ধর্মেই বেইমান নেই। বেইমানদের মানুষ ঘৃণা করে।