পথ ভোলা কিশোর উদ্ধার, সন্তানকে মায়ের কোলে ফেরাল পুলিস
বাড়ি থেকে হারিয়ে যাওয়া কিশোরকে উদ্ধার করে পুনরায় তাঁর পরিবারের হাতে তুলে দিল বীরভূমের সদাইপুর থানার পুলিশ। ছেলেকে ফিরে পেয়ে খুশি বাড়ির লোক জনেরা।
নিজস্ব প্রতিবেদন: বাড়ি থেকে হারিয়ে যাওয়া কিশোরকে উদ্ধার করে পুনরায় তাঁর পরিবারের হাতে তুলে দিল বীরভূমের সদাইপুর থানার পুলিশ। ছেলেকে ফিরে পেয়ে খুশি বাড়ির লোক জনেরা।
আরও পড়ুন- শ্রাদ্ধানুষ্ঠানে বিয়ের তোড়জোড়, প্রশাসনের তৎপরতায় বন্ধ হল বাল্যবিবাহ
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা বিষম ওরাও। সে গত রবিবার কাজ করার জন্য কলকাতার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। কিন্তু বীরভূমের কাছে এসে তার পথ হারায়। পুলিস সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ সদাইপুর জাতীয় সড়কের উপর তাকে ঘুরে বেড়াতে দেখা যায়। এরপর পুলিস তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওকে জিজ্ঞাসা করতে সে পুরো ঘটনা খুলে বলে। পুলিসের পক্ষ থেকে পুরো ঘটনা জানার পর বিষমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ছেলেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিবারকে ডেকে পাঠানো হয়।
আরও পড়ুন- ভ্যাকসিন দেওয়ার পরই নেতিয়ে পড়ে শিশু, পরিণতি...
শুক্রবার সকালে বিষমের বাবা, মা এবং মামা বীরভূমের সদাইপুর থানায় আসে এবং ছেলেকে ফেরত নিয়ে যায়। হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে খুশি তার বাবা-মা।