নিজস্ব প্রতিবেদন: চোরের ফেলে ‌যাওয়া ভোটার পরিচয়পত্র দিয়ে চোরকে সনাক্ত করে গণধোলাই দিল এলাকাবাসী। এর পর অভি‌যুক্তকে পুলিসের হাতে তুলে দেন স্থানীয়রা। বীরভূমের নলহাটির ৩ নম্বর ওয়ের্ডের ঘটনা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নলহাটির বিধুপাড়ায় ধৃত চোরের নাম মুন্না শেখ । তার বাড়ি নলহাটিতেই। কয়েকদিন ধরে নলহাটি এলাকায় বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে । দিন কয়েক আগে  তিন নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে তিনটি মোবাইল চুরি হয় । সেই বাড়িতেই কোনক্রমে মুন্না শেখ নামে ওই যুবকের ভোটের কার্ডটি পড়ে যায় ।


আরও পড়ুন - বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে ধৃত সিভিক ভলেন্টিয়ার


সেই সূত্র ধরে শনিবার মুন্নাকে ধরে এলাকার একটি ক্লাবের সদস্যরা । উত্তেজিত জনতা তাঁকে মারধোর শুরু করে । মারের চোটে সে চুরির কথা স্বীকার করে বলে  দাবি।  খবর পেয়ে নলহাটি থানার পুলিস তাঁকে উদ্ধার করে আটক করে । সত্যিই চুরিতে মুন্নার কোনও হাত রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিস।