বিবেকানন্দের জন্মদিনে কুকুরদের বিরিয়ানি পিকনিক করিয়ে জীবসেবা
স্বামী বিবেকানন্দ বলে গেছেন, `জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।` আজ স্বামীজির জন্মদিনে সেকথাই অক্ষরে অক্ষরে পালন করলেন জলপাইগুড়ির রতন শীল।
নিজস্ব প্রতিবেদন : স্বামী বিবেকানন্দ বলে গেছেন, "জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।" আজ স্বামীজির জন্মদিনে সেকথাই অক্ষরে অক্ষরে পালন করলেন জলপাইগুড়ির রতন শীল।
গোটা জলপাইগুড়ি শহরের পথ কুকুরদের জন্য পিকনিকের আয়োজন করেছিলেন রতন। মেনুতে ছিল খাসির মাংসের বিরিয়ানি। ১১ কেজি চাল ও ৮ কেজি খাসির মাংস দিয়ে তৈরি হয়েছিল সেই বিরিয়ানি। তারপর সেই বিরিয়ানি নিয়ে তিনি নিজেই পৌঁছে যান সারমেয় কুলের কাছে।
বেলুন দিয়ে একটি টোটো সাজান রতন। আর তার মধ্যে গামলা ভর্তি বিরিয়ানি তুলে নেন। তারপর সারাদিন শহরের মোড়ে মোড়ে ঘোরেন রতন শীল। প্রতি মোড়ে টোটো থামিয়ে 'আয় আয়' ডাকতেই, হাজির হয়ে যায় সারমেয়র দল।
আরও পড়ুন, ন্যাওড়া ভ্যালিতে দর্শন মিলল 'বিরল' বিড়ালের
পেট পুরে চলে ভোজনপর্ব। ৭০০০ টাকা খরচ করে গোটা জলপাইগুড়ি শহরের ৩০০ পথ কুকুরকে আজ এভাবেই বিরিয়ানি খাওয়ালেন রতন শীল। থালাভর্তি বিরিয়ানি খেয়ে মহাখুশ সারমেয় কুলও।