ওয়েব ডেস্ক: তিথি নয়, তারিখ মেনে শুরু হল বাঙালির উত্সবের মরশুম। রবিবার বিশ্বকর্মা পুজোয় মাতল বাঙালি। গোটা রাজ্যে ছোট বড় কল কারখানা থেকে সরকারি অফিস, সর্বত্র ছিল পুজোর আয়োজন। পুজোর আয়োজন হয়েছে ২৪ ঘণ্টার দফতরেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবছর বিশ্বকর্মা পুজো রবিবার হওয়ায় মন খারাপ অনেকেরই। তার মধ্যেই পুজোর আয়োজন হয়েছে সর্বত্র। বড়রা যখন পুজোয় ব্যস্ত তখন ছোটরা মেতেছে ঘুড়িতে। সঙ্গে উত্সবের রেশ ছড়িয়ে পড়তে শুরু করেছে গ্রাম থেকে শহরে।


আরও পড়ুন - "উইকেটে টিকে থাকলে রান এমনিই আসবে", কৌশলী জবাব মুকুল রায়ের


মাঝে বাকি আর একটা রবিবার। তাই পুজোর বাজারেও ভিড় ছিল চোখে পড়ার মতো। লোকারণ্য কলকাতার বহুজাতিক বিপণিগুলি। লোক থই থই ধর্মতলা।


পুজোর আয়োজন হয়েছে ২৪ ঘণ্টার দফতরেও। মূল উদ্যোক্তা প্রযুক্তি, সম্প্রচার ও ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা। পুজোর পর হয় প্রসাদ বিতরণ।