দিনহাটায় BJP কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র দিনহাটা, কাঠগড়ায় TMC
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসে দিনহাটা মহকুমা থানার পুলিস। কীভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: বিজেপির শহর মন্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালদিনহাটা শহরের ডাকবাংলো পাড়ায়। বুধবার সকালে পশু হাসপাতালের ভিতর ঘরের বারান্দায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় দিনহাটার তৃণমূলের নেতৃত্ব জড়িত বলেও তাদের অভিযোগ।
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসে দিনহাটা মহকুমা থানার পুলিস। কীভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিস। তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দিনহাটা কাণ্ডে এবার রাস্তায় নেনেছেল কেন্দ্রীয় বাহিনীও।
আরও পড়ুন: WB Assembly Election 2021: 'বোমা উদ্ধারে আরও সচেষ্ট হোন', রসিকপুরের ঘটনায় SP-কে ভর্ৎসনা ফুলবেঞ্চের
আজ সকালে ডাকবাংলো পাড়ায় পশু হাসপাতালের ভিতর থেকে বিজেপি মণ্ডল সভাপতি অমিত সরকারের দেহ মেলে। এরপরই বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে কার্যত রণক্ষেত্র দিনহাটা। তৃণমূলের বিরুদ্ধে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তোলে বিজেপি।
ঘটনার প্রতিবাদে দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পাঁচমাথার মোড়ে রাস্তায় আগুন জ্বালিয়ে চলে অবরোধ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস। তৃণমূল অবশ্য খুনের অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, খুন নয়, আত্মহত্যাই করেছেন পাল্টা ঘাসফুলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিস।
শাসক দলের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে বিজেপি। এটাই কি খেলা হবে রাজনীতি? বিজেপি নেতাদের টুইট ঝড় শুরু হয়েছে। পাল্টা আত্মহত্যার তত্ত্বের কথা বলছে জোড়াফুল শিবির। ঘটনায় তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করেন বিজেপির সমর্থকরা।