ওয়েব ডেস্ক: দার্জিলিঙে দিলীপ ঘোষকে হেনস্থার প্রতিবাদে কলকাতা থেকে গোটা রাজ্যে রতিবাদ বিজেপির। কলকাতার মহাত্মা গান্ধী  রোড, হাজরা মোড় সর্বত্রই বিপুল সংখ্যায় দলীয় কর্মী-সমর্থকরা পথ অবরোধ করেন। প্রতিবাদ-বিক্ষোভ,  স্লোগানে উত্তাল হয় রাজপথ। বিজেপি কর্মী-সমর্থকদের মিছিল, জমায়েত, সরকার-বিরোধী স্লোগান। রাস্তায় নেমেছেন রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্যের মতো রাজ্যের প্রথম সারির নেতারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - পর পর রোগীমৃত্যুর পরও হাল ফিরল না হাবড়া হাসপাতালের


উত্তর ২৪ পরগনার বসিরহাটে টাউন হলের সামনে থেকে মিছিল করে বিজেপি। পরে SDO অসিফের সামনে অবরোধ করেন বিক্ষোভকারীরা। নদিয়ার কৃষ্ণনগরেও দফায় দফায় হয়েছে অবরোধ, বিক্ষোভ। প্রথমে পুরসভার সামনে বিক্ষোভে বসেন BJP কর্মীরা। পুলিস অবরোধ তুলে দেয়। পরে থানার সামনে বিক্ষোভে বসেন তাঁরা। মুর্শিদাবাদের ফরাক্কায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর BJP বিক্ষোভ করে। বিক্ষোভ কর্মসূচি হয় কান্দিতেও। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরেও কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান BJP কর্মীরা।


বীরভূমে সিউড়ি বাসস্ট্যান্ড ও বোলপুর চৌরাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বারাসতে চাঁপাডালি মোড়ে পথ অবরোধ হয়। পূর্ব মেদিনীপুরের কাঁথির পোস্ট অফিস মোড়েও বিক্ষোভ-অবরোধ হয়েছে। আসানসোলে পুরনিগম মোড়ে পথ অবরোধ করে গেরুয়া ব্রিগেড। সিটি বাসস্ট্যান্ড থেকে মিছিল করে বিজেপি। দীর্ঘক্ষণ অবরোধে জিটি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাঁকুড়ায় ওন্দা ব্লকের রতনপুরে পথ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে অবরোধ হয়। হুগলির চন্দননগরেও জ্যোতির মোড় অবরোধ করে বিজেপি।