বিজেপির সভা ভন্ডুল করতে মাঠে চাষ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
`আমার জমি আমি চাষ করব, কে কোথায় মিটিং করবে, তার দায়িত্ব আমার নয়।` সাফ জবাব অনুব্রত মণ্ডলের।
নিজস্ব প্রতিবেদন : বীরভূমে বিজেপির সভার জন্য নির্দিষ্ট মাঠে জল ঢেলে, চাষ করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও সব অভিযোগই সাফ খারিজ করে দিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
৩০ জানুয়ারি বীরভূমের লাভপুরের ফুল্লরাতোলা এলাকায় বিজেপির জনসভা হওয়ার কথা। সেই সভায় মুকুল রায় সহ উপস্থিত থাকবে বিজেপির রাজ্য নেতৃত্ব। এদিকে অভিযোগ, সভার জন্য নির্দিষ্ট মাঠে শনিবার রাতে জল ঢেলে ট্রাক্টর চালিয়ে দেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। সভা ভন্ডুল করতেই তৃণমূল একাজ করেছে বলে অভিযোগ বিজেপির।
যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছেন অনুব্রত মণ্ডল। 'কেষ্টদা' বলেন, "আমার জমি আমি চাষ করব, কে কোথায় মিটিং করবে, তার দায়িত্ব আমার নয়।" তাঁর সাফ বক্তব্য, চাষ বেশি গুরুত্বপূর্ণ তাই ওই জমিতে চাষ করা হয়েছে।
আরও পড়ুন, বোতলবন্দি জ্যান্ত ভূতের দাম ৫ লাখ!
এদিকে জমি মালিক জানিয়েছেন, মাঠটি তিনি সভার জন্য বিজেপিকেই দিয়েছিলেন। কিন্তু শনিবার রাতে কয়েকজন তৃণমূল কর্মী এসে মাঠে চাষ করে বলে অভিযোগ করেন তিনি।