নিজস্ব প্রতিবেদন: বিজেপি কর্মীর বাগানে ঢুকে পড়ল তৃণমূল কর্মীর গরু। তা নিয়ে শুরু হল বচসা। তা থেকে হাতাহাতি। নিমেষেই রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার মেজিয়া। থানার সামনে খণ্ডযুদ্ধে জড়ালেন দুই দলের সমর্থকরা।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গফুরের 'মহেশ' ঢুকে পড়েছিল মাণিক ঘোষের বাগানে। ঘটনাটি গড়িয়েছিল থানায়। সোমবার দুপুরে বাঁকুড়ার মেজিয়ায় বাগানে গরু ঢোকাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল গোটা এলাকা। ঘটনার সূত্রপাত, তারাপুর গ্রামের বিজেপি কর্মীর সবজি ক্ষেতে ঢুকে পড়ে একটি গরু। সেই প্রাণীটি তৃণমূল কর্মীর গবাদি পশু। গো-ব্রাহ্মণে বিজেপি নেতা-কর্মীদের ভক্তি থাকলেও এই 'অনাধিকার প্রবেশ' মানতে পারেননি ওই বিজেপি কর্মী। প্রতিবাদ করেন তিনি। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করেন তৃণমূল কর্মীরা।


প্রহৃত বিজেপি কর্মী দলবল নিয়ে হাজির হন মেজিয়া থানায়। বিজেপির দাবি, অভিযোগ নিতে অস্বীকার করে পুলিস। থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। বিক্ষোভ চলাকালীন সেখানে লাঠি নিয়ে চলে আসেন তৃণমূল কর্মীরা। অভিযোগ,দু'পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইট ছোড়াছুড়ি শুরু করে। বনমালী গোপ নামের এক তৃণমূল কর্মীর পেটে লোহার রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পরে বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর।


আরও পড়ুন- West Bengal Election 2021: 'কুটিল চিত্রনাট্য', নন্দীগ্রামে Mamata-র 'বাপ-ব্যাটা'য় মুখ খুললেন Buddhadeb