নিজস্ব প্রতিবেদন : ভাটপাড়ায় নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করল বিজেপি। নিহতদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। উল্লেখ্য, আগামিকাল ভাটপাড়া যেতে পারে বিজেপির সংসদীয় দল। প্রতিনিধি দল এলাকা ঘুরে দেখে রিপোর্ট জমা দেবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বৃহস্পতিবারের সংঘর্ষের পর আজ থমথমে ভাটপাড়া। এলাকার মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিস বাহিনী, র‍্যাফ, কমব্যাট ফোর্স। গতকালই জারি হয় ১৪৪ ধারা। ভাটপাড়া জুড়ে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষবা। শান্তি বজায় রাখাতে এলাকায় মাইকে আবেদন করছে পুলিস। চাপা উত্তেজনার মধ্যেই আজ ২ দুই সমর্থকের দেহ নিয়ে মিছিল করবে বিজেপি।


এদিকে আজই বারাকপুরের কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন মনোজ ভার্মা। অন্যদিকে, বিজেপি সাংসাদ অর্জুন সিং বেলা ১১টা নাগাদ সিপি অফিস ঘেরাও করার কথা ঘোষণা করেছেন। ফলে মৃতদেহ সত্কার ও সিপি অফিস ঘেরাও- বিজেপির জোড়া কর্মসূচিতে আজ ফের ভাটপাড়ায় গন্ডগোল ছড়ানোর আশঙ্কা রয়েছে।


আরও পড়ুন, 'রং না দেখে গ্রেফতার করুন', ৩ দিনে ভাটপাড়ায় শান্তি ফেরাতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর


বৃহস্পতিবার ভাটপাড়ায় নতুন থানা উদ্বোধনের আগে প্রবল বোমাবাজি শুরু হয়ে যায় ভাটপাড়ার বিভিন্ন এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্য গুলি চালায় পুলিস। সংঘর্ষে রামবাবু সাউ ও ধরমবীর সাউ নামে ২ জনের মৃত্যু হয়। তারা বিজেপির সমর্থক বলে দাবি করেছে গেরুয়া শিবির। সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। রাতভর তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র ও বোমা। জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। চলছে জলপথে নজরদারিও।