নিজস্ব প্রতিবেদন: ইসলামপুরে ২ ছাত্রের মৃত্যুতে বুধবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। ইতালির মিলান থেকে এক্সক্লুসিভ সাক্ষাত্কারে সেই বনধের চরম বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বনধ ইস্যুতে এবার তৃণমূলের পাশে দাঁড়াল বামেরা। শনিবার বিকেলে বনধকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে উল্লেখ করে বিবৃতি জারি করে বামফ্রন্ট সভাপতি বিমান বসু। তাতে স্পষ্ট করে জানানো হয়েছে, বিজেপির বনধকে সমর্থন করবে না বামফ্রন্ট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দাঁড়িভিট হাই স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর গুলিচালনা ও ২ ছাত্রের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে বুধবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে হরতাল। বিজেপির তরফে জানানো হয়েছে, পথে নেমে বনধ সফল করার চেষ্টা চালাবেন কর্মী সমর্থকরা। বিজেপির বনধের চরম বিরোধিতা করে মিলান থেকে একান্ত সাক্ষাতকারে ২৪ ঘণ্টাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'কোনও বনধ হবে না'। 



'বনধের প্রশ্নই নেই', হুঙ্কার মমতার, 'বনধ হবেই', পাল্টা চ্যালেঞ্জ মুকুলের


এদিন বিবৃতি জারি করে বিমান বসু বলেন, 'বিজেপি ২৬শে সেপ্টেম্বর ১২ ঘন্টার যে বাংবা বনধের ঘোষণা করেছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজ্য বামফ্রন্ট বিজেপি-র ডাকা রাজনৈতিক উদ্দেশ্যে এই বনধকে সমর্থন করতে পারছে না।'


তবে নিহত ২ ছাত্রের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বামেরা। দাবি তোলা হয়েছে উচ্চ পর্যায়ের বিচারবিভাগীয় তদন্তেরও। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।