পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপির বুথ সভাপতিকে লোহার রড দিয়ে মার
ঘটনাকে ঘিরে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ষড়রং গ্রামে। প্রহৃত হয়েছেন আরও এক জন। তাঁরা দুজনেই দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিত্সাধীন।
নিজস্ব প্রতিবেদন: বিজেপির বুথ সভাপতিকে রাস্তার ওপর বাইক থেকে নামিয়ে লাঠি ও রড দিয়ে মারধরের অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ষড়রং গ্রামে। প্রহৃত হয়েছেন আরও এক জন। তাঁরা দুজনেই দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিত্সাধীন। অভিযোগের তির তৃণমূলের দিকে।
জানা গিয়েছে, ষড়রং গ্রামের বিজেপি বুথ সভাপতি গৌরচন্দ্র মাইতি মঙ্গলবার বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও একজন। অভিযোগ, গ্রামে ঢোকার মুখেই তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁর পথ আটকায়। বচসা শুরু হলে আচমকা লাঠি ও লোহার রড নিয়ে মারধর শুরু করে। রক্তাক্ত অবস্থায় মাটিতেই পড়ে যান। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন অপরজনও।
আরামবাগে বিজেপি কর্মীদের বাস থেকে নামিয়ে ‘মার’ তৃণমূলের
পরে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।